• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে আশ্বিন ১৪৩২ রাত ০৯:৪৫:২১ (11-Oct-2025)
  • - ৩৩° সে:

১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব

১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৭:৪০

সংবাদ ছবি

ক্যাম্পাস প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় চালুকলা অনুষদের বকুলতলায় আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শরৎ উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর শনিবার ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশের শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে আসছে। সেইসঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের সব প্রতিষ্ঠানকে দেশের শিল্প, সাহিত্য ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ক্ষেত্রে উৎসাহ প্রদানসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে উৎসব আয়োজনের জন্য চারুকলার প্রাঙ্গণ (বকুলতলা) ব্যবহারের অনুমতি দিয়ে থাকে অনুষদ কর্তৃপক্ষ।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেই রীতি অনুযায়ী সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শরৎ উৎসব পালনের জন্য চারুকলা অনুষদের বকুলতলা ব্যবহারের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে উৎসব পালনের অনুমতি দেয়া হয়। কিন্তু গত ৯ অক্টোবর ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ চারুকলা অনুষদে দাখিল করে। তারা অভিযোগে উল্লেখ করেন, আয়োজক কর্তৃপক্ষের মধ্যে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত ব্যক্তিরা রয়েছেন।

Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ ‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ, ছবি ও তথ্য চারুকলা কর্তৃপক্ষের কাছে আসে। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।

উল্লেখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১১ অক্টোবর শনিবার সকাল ১১টায় চারুকলা অনুষদ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ডিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজকদের বিষয়ে অনুসন্ধান ও যাচাই-বাছাই করা হয়। অনুসন্ধানে দেখা যায়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শরৎ উৎসব আয়োজনের অনুমতির জন্য আবেদন করার সময় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছিল। তাদের বিগত ফ্যাসিবাদী শাসনামলের বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনা শেষে শরৎ উৎসব ১৪৩২-এর জন্য প্রদত্ত অনুমতি বাতিলের সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যেহেতু এ দেশের ঋতুভিত্তিক সব অনুষ্ঠানের মূল্যবোধকে ধারণ করে, সেহেতু এ মর্মে সিদ্ধান্ত হয়, আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে, চারুকলা অনুষদের তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় অনুষদের বকুলতলায় শরৎ উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ২ দিন পেছাল
১১ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩০:৩৯

সংবাদ ছবি
চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েলের চেষ্টা চলছে
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৪১


সংবাদ ছবি
বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:০৬



সংবাদ ছবি
বন্দরে জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৪:২৪



সংবাদ ছবি
১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব
১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৭:৪০


Follow Us