• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা ভাদ্র ১৪৩২ সকাল ০৮:৩০:৩১ (19-Aug-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবির ৭টি ভবনের নাম পরিবর্তন নিয়ে আলোচনা-সমালোচনা

১৯ জুন ২০২৫ সকাল ১০:১৮:১৪

সংবাদ ছবি

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একাডেমিক ভবন এবং হলসহ সাতটি ভবনের নামকরণে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৮ জুন বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের পর কয়েকটি ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

অফিস আদেশে বলা হয়, গুগল ফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে নামের প্রস্তাব গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাপ্ত প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে গঠিত নামকরণ কমিটি বিভিন্ন শহীদ ও বিশিষ্ট জনের নামে নাম পরিবর্তনের সুপারিশ করে। পরে ৫৯তম রিজেন্ট বোর্ডের সভায় এসব সুপারিশ অনুমোদিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয় বিজয় ২৪ হল, তাজউদ্দীন আহমেদ হলের নাম পরিবর্তন করে রাখা হয় শহীদ আবরার ফাহাদ হল, শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে রাখা হয় শহীদ নূর হোসেন হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে রাখা হয় বেগম রোকেয়া হল, আইভি রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয় নবাব ফয়জুন্নেছা হল, ড. এম. ওয়াজেদ মিয়া ভবনের নাম পরিবর্তন করে রাখা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবন এবং শেখ সায়েরা খাতুন হলের নাম পরিবর্তন করে রাখা হয় বেগম খালেদা জিয়া হল (প্রস্তাবিত) ।

নাম পরিবর্তনে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে অসন্তোষ ও সমালোচনা করেছেন হাবিপ্রবির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ।

শিক্ষার্থীরা বলেন, হলের নামকরণে বারবার ব্যক্তিনির্ভর সিদ্ধান্ত হতাশা ও বিরক্তি তৈরি করছে। সৃজনশীল, আধুনিক ও স্থানীয় ঐতিহ্যভিত্তিক নাম বেছে নিয়ে প্রশাসন যুগান্তকারী ভূমিকা পালন করতে পারতো কিন্তু তা না করে স্বৈরাচারী ভূমিকা রেখেছে।

এ বিষয়ে হাবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠক রিজেন্ট বোর্ডে নাম পরিবর্তনের বিষয়টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
পানি ও সমাজকল্যাণে নতুন সচিব
১৮ আগস্ট ২০২৫ রাত ০৮:৫৬:১১