অনলাইন ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ স্মার্টফোন অপো এ৬-এর (৮ জিবি + ১২৮ জিবি) বিক্রি শুরু করলো অপো। ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ইন্ডাস্ট্রির সেরা আইপি৬৯ প্রোটেকশন ও অপোর আপগ্রেডেড সুপারকুল ভিসি সিস্টেমসহ এই এ৬ ডিভাইসটি জীবনে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিতেই নিয়ে আসা হয়েছে।

অপো এ৬-এ সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি নিয়ে আসা হয়েছে। পাশাপাশি দ্রুত চার্জ হওয়া নিশ্চিত করতে এতে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং নিশ্চিত করা হয়েছে। ডিভাইসটির রিভার্স ওয়্যারড চার্জিং ছোট ডিভাইস চার্জ করার ক্ষেত্রে আলাদা স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে।


এ৬-এর এই ডিউরেবিলিটিকে আরও সক্ষম করে তুলেছে এর আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স। যা ক্যাম্পাসে হঠাৎ বৃষ্টির কবলে পড়া, ছিটে আসা পানি বা ভ্রমণ ও খেলার সময় অনাকাঙ্ক্ষিত পানি পড়ার হাত থেকে ফোনটিকে সুরক্ষিত রাখে।
ভারি মাল্টিটাস্কিংয়ের সময় ফোনের পারফরম্যান্স ধরে রাখতে অপো এ৬-এ ব্যবহার করা হয়েছে সুপারকুল ভিসি সিস্টেম, যা অনলাইন ক্লাস, নোট, ক্যামেরা, গেমস বা বিনোদনের সময় বারবার স্ক্রিন পরিবর্তন করলেও ডিভাইসের তাপমাত্রা কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখে। একইসাথে, এর স্ন্যাপড্রাগন৬৮৫ প্রসেসর ও অপোর ৬০ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন ফোনটির দীর্ঘমেয়াদী স্ট্যাবিলিটি ধরে রাখে।
ডিভাইসটির ৬.৭৫ ইঞ্চি ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে বাইরের প্রখর সূর্যালোক বা ইনডোরে দীর্ঘ পড়াশোনা, যাই হোক না কেন, দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা ক্যাম্পাস বা ভ্রমণের স্মৃতি ও ছবি নিখুঁত ও ঝকঝকেভাবে ধারণ করে। একইসাথে, এর ৩০০% আলট্রা ভলিউম মোড সহ ডুয়েল স্টেরিও স্পিকার গ্রুপ সেশনে অংশ নেয়া, টিউটোরিয়াল বা আউটডোর গেদারিংয়ের উপযোগী লাউড ও ভাইব্রেন্ট সাউন্ড নিশ্চিত করে। ডিভাইসটির এআই লিঙ্কবুস্ট ৩.০ জনবহুল এলাকাতেও শক্তিশালী কানেক্টিভিটি নিশ্চিত করে; এর এআই গেমবুস্ট ২.০ গেম ব্রেকের সময় রেসপনসিভনেস আরও সমৃদ্ধ করে।
অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু এই দুইটি প্রাণবন্ত রঙে নিয়ে আসা অপো এ৬ (৮ জিবি + ১২৮ জিবি) এখন দেশজুড়ে সকল অনুমোদিত অপো স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে মাত্র ২৬,৯৯০ টাকায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available