• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ সকাল ১১:৪৩:৪১ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন শুরু

৩১ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৫:৪৭

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন শুরু

ডেস্ক রিপোর্ট: টানা ঊর্ধ্বমুখী থাকার পর আন্তর্জাতিক বাজারে হঠাৎ বড় ধরনের দরপতনের মুখে পড়েছে স্বর্ণ। একদিনেই বিশ্ববাজারে সোনার দাম কমেছে প্রায় ৮ দশমিক ২২ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পতন হিসেবে বিবেচিত হচ্ছে।

Ad

বাংলাদেশ সময় ৩০ জানুয়ারি  শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম নেমে আসে প্রতি আউন্স ৪ হাজার ৮৯০ ডলারে (এক আউন্স সমান ২.৬৬৭ ভরি)। আগের দিন এই দাম ছিল প্রায় ৫ হাজার ২০০ ডলার। তারও আগে, বৃহস্পতিবার সকালে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫৫০ ডলারের ওপরে উঠে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়ে।

Ad
Ad

বিশ্লেষণে দেখা যায়, রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মাত্র দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ৬৬০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৮০ হাজার ৫০০ টাকার বেশি। এত অল্প সময়ে এমন বড় দরপতন স্বর্ণবাজারে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

খাত সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে টানাপোড়েন, ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে দাম রেকর্ড উচ্চতায় পৌঁছালেও সেই উচ্চতার পর গত দুই দিন ধরে সংশোধনের ধারা শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়লেও স্বল্প সময়ে বড় মুনাফা হওয়ায় অনেকেই এখন লাভ তুলে নিতে শুরু করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হওয়া এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকতে পারে—এমন ইঙ্গিতও সোনার দামের ওপর চাপ তৈরি করছে। এর সঙ্গে স্বাভাবিক মূল্য সংশোধন যুক্ত হয়ে সাম্প্রতিক দরপতনের কারণ হয়েছে।

বিশ্ববাজারে এই বড় পতনের প্রভাব দ্রুতই দেশের বাজারে পড়েছে। ফলে স্বল্প সময়ের মধ্যেই সোনার দামে বড় ওঠানামা দেখা যাচ্ছে।

গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিপ্রতি সোনার দাম একবারে সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করে ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। তবে ২৪ ঘণ্টার মধ্যেই দাম কমানোর ঘোষণা দেয় সংস্থাটি। শুক্রবার সকালে ভরিপ্রতি সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানো হয়। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়। নতুন এই দাম শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়।

বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি ২ লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের সোনা ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

এদিকে রুপার দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা। ২১ ক্যারেটের রুপা ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরিপ্রতি ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৩৯:১৫



কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত
কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১৪:২৯


টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫৪:৫৭






Follow Us