• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৬:৩৯ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

হাদিকে হত্যাচেষ্টাকারী মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৮:৫১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

Ad

১৪ ডিসেম্বর রোববার এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

Ad
Ad

প্রসঙ্গত, ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করেছে। গুলি চালানোর সিসিটিভি ফুটেজ এবং হাদির নির্বাচনী প্রচারণায় ছদ্মবেশে অংশ নেওয়ার একাধিক ছবি ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলছে বিস্তর আলোচনা ও বিশ্লেষণ।

অনুসন্ধানে জানা গেছে, ফয়সাল করিম অতীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য ছিলেন। পেশাদার যোগাযোগমাধ্যম লিংকডইনে ফয়সাল করিমের নামে একটি প্রোফাইল রয়েছে, যা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক এক নেতা নিশ্চিত করেছেন। ওই প্রোফাইলে তিনি নিজেকে ‘অ্যাপল সফট আইটি’, ‘ওয়াইসিইউ টেকনোলজি’ ও ‘এনলিস্ট ওয়ার্ক’ এই তিনটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগ গঠিত ‘আসনভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটি’-তে ঢাকা-১২ আসনের সদস্য ছিলেন ফয়সাল করিম। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের একটি অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিও ছিলেন ফয়সাল করিম। ওই ঘটনায় তাকে র‍্যাব গ্রেফতার করে। পরে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে তিনি জামিন পান।

জামিনে থাকা অবস্থায় এবার ওসমান হাদিকে গুলি করার অভিযোগ ওঠায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অস্ত্রসহ গ্রেফতার হওয়া একজন আসামির এত অল্প সময়ের মধ্যে জামিন পাওয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনা চলছে।

এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সন্দেহভাজন সম্পর্কে তথ্য দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এদিকে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র‍্যাব। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে পরে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেফতারকৃত হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম এবং তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

হত্যাচেষ্টার ঘটনায় আব্দুল হান্নানের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে র‍্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:১৪




সংবাদ ছবি
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৩:৫৮



সংবাদ ছবি
পাথরঘাটায় হরিণের মাংসসহ আটক ১
১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৩:১৩



Follow Us