নিজস্ব প্রতিবেদক : ঢাকা, বাংলাদেশ ইরানের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ার শীঘ্রই বাংলাদেশ থেকে দুবাই, মাস্কাট ও ইসলামাবাদে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সংযোগ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মাহান এয়ার তাদের যাত্রী ও কার্গো কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশের প্রতিষ্ঠান এ্যরো ভার্সেটাইলো কর্পোরেশন-কে আগামী পাচ বছরের জন্য জেনারেল সেলস এজেন্ট (GSA) হিসেবে নিয়োগ প্রদান করেছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) এ্যরো ভার্সেটাইলো কর্পোরেশনকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে।


পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাই এবং মার্চ মাসে ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাট, পাশাপাশি ঢাকা থেকে ইসলামাবাদ ও করাচিতে সরাসরি ফ্লাইট চালু করা হবে।

দুবাই ও মাস্কাটে অবস্থানরত বাংলাদেশি যাত্রীদের জন্য সাশ্রয়ী বিমান ভাড়া, ৫২ কেজি পর্যন্ত ব্যক্তিগত মালামাল বহনের সুবিধা, পাশাপাশি উন্নত ইন-ফ্লাইট ডাইনিং ও বিনোদন সেবা প্রদান করা হবে।
প্রতিটি রুটে মাহান এয়ার কমপক্ষে ৩০০ আসন বিশিষ্ট ওয়াইড-বডি উড়োজাহাজ, যেমন বোয়িং ৭৭৭ বা এয়ারবাস এ৩৪০, পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উল্লেখ্য, দুবাই ও মাস্কাট থেকে বাংলাদেশগামী ফ্লাইটের টিকিট বিক্রয় ও বিপণনের ক্ষেত্রে এক্সক্লসিভ সেলস পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে যথাক্রমে দুবাইয়ের এ্যরো ভার্সেটাইলো ট্রাভেলস এবং ওমানের উম্মাহ স্টার সলিউশন। মাহান এয়ারের বাংলাদেশের জি এস এ স্বত্ত্বাধিকারী খন্দকার সেলিনা আক্তার মনে করেন, এই উদ্যোগ বাংলাদেশ, মধ্যপ্রাচ্য ও পাকিস্তানের মধ্যে যাত্রী ও কার্গো পরিবহনে নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সাথে মাহান এয়ার জি এস এ -এ্যরো ভার্সেটাইলো কর্পোরেশন- এর প্রধান নির্বাহী উইং কমান্ডার আলিমুন নাহার দৃঢ়চিত্তে বলেন যে- মাহান এয়ার তার আন্তর্জাতিক মানের সেবা দিয়ে অচিরেই হবে প্রবাসী বাংলাদেশীদের সেরা পছন্দের এয়ারলাইন্স।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available