• ঢাকা
  • |
  • সোমবার ৩রা অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:০৯:৩৮ (17-Nov-2025)
  • - ৩৩° সে:

বাজারে এলো উইগ্রো’র উচ্চ ফলনশীল ভুট্টা বীজ নারিশ ৫৫

১৭ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:০২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে ভুট্টা মৌসুমের প্রস্তুতি। ঠিক এমন সময়েই কৃষকদের হাতে পৌঁছেছে উইগ্রো’র নতুন হাইব্রিড ভুট্টা বীজ নারিশ ৫৫, যা নিয়ে ইতোমধ্যেই কৃষকের মাঝে ইতিবাচক সাড়া মিলছে।

Ad

উন্নতমানের কৃষি উপকরণ ও চাষাবাদ সংক্রান্ত পরামর্শ দিয়ে আসছে উইগ্রো বহুদিন ধরে। সেই অভিজ্ঞতার আলোকেই বাজারে এসেছে নারিশ-৫৫। বীজটি কৃষকদের হাতে পৌঁছানোর পর অঙ্কুরোদগম থেকে শুরু করে চারার বৃদ্ধির ধারাবাহিকতা দেখে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।

Ad
Ad

গত দুই বছরের ফিল্ড ট্রায়ালে গাছের বৃদ্ধি, বিঘাপ্রতি ফলনের স্থিতিশীলতা এবং প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার সক্ষমতা এই সব মিলিয়েই উইগ্রো এই বীজ নিয়ে আত্মবিশ্বাসী।

উইগ্রো সূত্রে জানা যায়, সঠিক পরিচর্যার মাধ্যমে বিঘাপ্রতি (৩৩ শতাংশ) নারিশ ৫৫ হাইব্রিড ভুট্টা বীজে ৫০ থেকে ৫৫ মন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। গাছের গঠন তুলনামূলক শক্ত হওয়ায় ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে পড়েনা ও ক্ষতি কম হয়। পাশাপাশি দানা বড় ও সমান আকৃতির হওয়ায় কৃষকরা বাজারমূল্যও পাবেন বেশ ভালো। বপনের পর প্রায় ১৩৫–১৪৫ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়, যা কৃষকদের দ্রুত পরবর্তী চাষের জন্যে জমি প্রস্তুতিতে সাহায্য করবে।

উইগ্রো আরও জানায়, দেশের স্বনামধন্য বীজ কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্বের অভিজ্ঞতা থেকে এবার নিজেদের ব্র্যান্ডের বীজ বাজারে আনা হয়েছে। লক্ষ্য একটাই, কৃষকের হাতে আরও মানসম্মত বীজ পৌঁছে দেওয়া এবং মাঠ পর্যায়ে কৃষকের জন্যে লাভজনক ফলন নিশ্চিত করা।

বাংলাদেশে ভুট্টা চাষের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে, কৃষকদের জন্য উইগ্রো’র নারিশ-৫৫ হাইব্রিড ভুট্টা বীজ নতুন দিনের সূচনা করবে—এমনটাই আশা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
১৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৬:৪০






Follow Us