• ঢাকা
  • |
  • শনিবার ২০শে পৌষ ১৪৩২ সকাল ১১:০৮:২৯ (03-Jan-2026)
  • - ৩৩° সে:

রাতে ডিউটি শেষে ফেরার পথে ট্রাকের চাপায় পুলিশ সদস্য নিহত

৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০০:৪০

রাতে ডিউটি শেষে ফেরার পথে ট্রাকের চাপায় পুলিশ সদস্য নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: গভীর রাতে ডিউটি শেষে থানায় ফেরার পথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সদস্য ট্রাকের চাপায় নিহত হয়েছেন।

Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার দিনগত গভীর রাতে নগরের কদমতলী আর্টমাচ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম মুবিনুল ইসলাম নয়ন (২৮)। তিনি সিএমপিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

Ad
Ad

নয়ন কক্সবাজারের চকরিয়া উপজেলার কালা মিয়া সওদাগরের বাড়ির বুড়ি পুকুর গ্রামের বাসিন্দা এবং নুরুল আমিনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে মোটরসাইকেলে করে কোতোয়ালি থানার উদ্দেশ্যে রওনা হন নয়ন। পথিমধ্যে কদমতলী আর্টমাচ মোড়ে পৌঁছালে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক পেছন দিক থেকে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিন আজ
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিন আজ
৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪২:৫৭



নাস্তা করতে গিয়ে ট্রাকচাপায় দুই যুবক নিহত
নাস্তা করতে গিয়ে ট্রাকচাপায় দুই যুবক নিহত
৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৪:৪৩


Follow Us