• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ দুপুর ০১:১৯:৪১ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে স্কুল বাস, নিহত ১৭

১৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৯:০৯

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা অ্যান্টিকুয়েনোর উপকণ্ঠে একটি স্কুল বাস খাদে পড়ে প্রাণহানির শিকার হয়েছে অন্তত ১৭ জন। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ২০ জন। খবর, রয়টার্সের।

Ad

১৪ ডিসেম্বর রোববার স্থানীয় সময় ভোর পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে স্থানীয় গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেনদন বলেন, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। শিক্ষা সফরের অংশ হিসেবে অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীর সমুদ্র ভ্রমণে গিয়েছিল।

তিনি আরও জানান, বাসটি রাস্তা থেকে পাহাড়ের খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

প্রশাসন জানায়, অ্যান্টিকুয়েনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিল দুর্ঘটনার শিকার বাসটিতে। টলুর সমুদ্রতীরে গ্র্যাজুয়েশন উদযাপন করতে গিয়েছিল তারা। সেখান থেকে মেডেলিনের দিকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৪৫ জন যাত্রী ছিল। তাদের নিয়ে প্রায় ৮০ মিটার গভীর একটি খাদে পড়ে যায় সেটি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণটি প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ ছিল না। শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই এর আয়োজন করেছিল।

উল্লেখ্য, তদন্ত শুরু হলেও এখনও দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। দেশটির সড়ক কর্তৃপক্ষের তথ্যানুযায়ী গত বছর কলম্বিয়ায় গড়ে প্রতিদিন ২২ জন সড়ক দুর্ঘটনায় মারা যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
দুর্ঘটনায় আহত এনসিপি নেতা হান্নান মাসউদ
১৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৮:২৯



সংবাদ ছবি
নবীনগরে আগাম তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি
১৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৯:৪৫



সংবাদ ছবি
পুষ্পা টু’র রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর’
১৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৩৯:৪৯



Follow Us