• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:৫১:৫৯ (08-Oct-2025)
  • - ৩৩° সে:

শৈলকুপায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৮ অক্টোবর ২০২৫ সকাল ০৯:২৬:১৬

সংবাদ ছবি
“প্রতীকি ছবি”

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খালের পানিতে ডুবে ছাহাদ বিশ্বাস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

৭ অক্টোবর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

মৃত শিশু ছাহাদ ওই গ্রামের সবুজ বিশ্বাসের ছেলে।

Ad

শিশুটির দাদা আজিজ বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশু ছাহাদ। পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে জিকে সেচ খালের পানিতে শিশুটির দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার রাবেয়া খাতুন বলেন, ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। পরে মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
বিএনপির চীন শাখার বনভোজন অনুষ্ঠিত
৮ অক্টোবর ২০২৫ সকাল ১০:২৪:১৬



Follow Us