• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:১৭:৫৭ (22-Aug-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

শ্রীপুরে বৈদ্যুতিক খুঁটিতে লেগুনার ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ১২

২২ আগস্ট ২০২৫ সকাল ১০:৫৯:৪৫

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে একটি শ্রমিকবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ ২২ আগস্ট শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।    

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক।

প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া জানান, ভোর সকালে বরমী বাজার থেকে শ্রমিকবাহী একটি লেগুনা আনসার টেপিরবাড়ী বাজার হয়ে গাজীপুর সদর উপজেলার মোশারফ কারখানায় যাচ্ছিল। পথে আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে পৌঁছালে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে সামনের সিটে বসা এক নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান!

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বলেন, শ্রমিকবাহী একটি লেগুনা আনসার টেপিরবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত ও আহত সবাই গাজীপুর সদর উপজেলার মোশারফ কারখানার শ্রমিক।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি। শ্রমিকবাহী লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে একজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন!

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
এবার বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান
২২ আগস্ট ২০২৫ দুপুর ০২:১৮:২৫