মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপের রাজধানী মালেতে জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘কাভা উইমেন্স কাপ-২০২৫’। রাজধানীস্থ সোশ্যাল সেন্টার ইনডোর স্টেডিয়ামে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল। সপ্তাহব্যাপী চলা এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে মালদ্বীপ, আফগানিস্তান ও কিরগিজস্তান।

২০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় স্থানীয় সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের স্পোর্টস কমিশনার মোহাম্মদ থোলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, ভলিবল অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ লতিফসহ কাভা সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তারা। অতিথিরা সবাই মিলে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ৮টা ৪০ মিনিটে আসরের প্রথম ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের প্রথম সেটের দীর্ঘ সময় লিড ধরে রেখে জয়ের আভাস দিচ্ছিল অধিনায়ক সাবিনা খাতুনের দল। তবে শেষ মুহূর্তে খেই হারিয়ে সাত পয়েন্টের ব্যবধানে সেটটি হাতছাড়া হয় বাংলাদেশের। পরবর্তী দুই সেটে আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিক মালদ্বীপ। শেষ পর্যন্ত টানা তিন সেটে হেরে টুর্নামেন্ট শুরু করতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। দ্বিতীয় দিনের ম্যাচেও কিরগিজস্তানের কাছে হারের মুখ দেখতে হয় সাবিনাদের।
ফলাফল অনুকূলে না থাকলেও গ্যালারিতে ছিল প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি। স্টেডিয়ামের ধারণক্ষমতার সিংহভাগ জুড়েই ছিল লাল-সবুজ সমর্থকদের ভিড়, যা খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সরকার নারীর ক্ষমতায়ন ও যুব উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই আন্তর্জাতিক টুর্নামেন্ট অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও ক্রীড়া সম্পর্ক আরও সুদৃঢ় করবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available