• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ রাত ০৮:২০:২৫ (02-Nov-2025)
  • - ৩৩° সে:

পাবনার ভাঙ্গুড়ায় স্মার্ট প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত

১ অক্টোবর ২০২৩ সকাল ০৮:৩২:৫৩

সংবাদ ছবি

পাবনা প্রতিনিধি: প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী স্মার্ট শিক্ষা মেলা।

Ad

৩০ সেপ্টেম্বর শনিবার উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম. হোসেন আলী অডিটোরিয়ামে এই মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ মো. মকবুল হোসেন।  

Ad
Ad

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান এখানকার কিছু প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারে উৎসাহ প্রদানের জন্য ফ্রি ডিভাইস বিতরণ করেন। এসব ডিভাইস যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা সেটি তত্ত্বাবধানও করেন তিনি। ফলে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডের এই মেলায় সেসব উপকরণ এবং এ সংক্রান্ত কনটেন্ট প্রদর্শন করা হয়। উদ্দেশ্য, পরবর্তীতে যাতে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মার্ট শিক্ষায় উদ্বুদ্ধ হতে পারে।

উপজেলার ভাঙ্গুড়া মডেল ও শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দশটি বিদ্যালয় স্টল স্থাপন করে উপকরণাদি এবং কনটেন্ট প্রদর্শন করে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষকমন্ডলি, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, সংবাদকর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬২
২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:২১

সংবাদ ছবি
শাহজাদপুরে মোটরসাইকেল রেস, আরোহী নিহত
২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৪:৩৫




সংবাদ ছবি
অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৩:৪৪

সংবাদ ছবি
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২২:৫২


Follow Us