সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মাত্র চার দিনের মাথায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবন্ধী অটোচালক হত্যার ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাঁচজনের মধ্যে দুইজন সরাসরি হত্যার সঙ্গে যুক্ত। বাকিরা হত্যার পরে লুট করে নেয়া অটোরিকশা কেনার সঙ্গে জড়িত।

২৪ জানুয়ারি শনিবার সকালে পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ অভিযানের বিস্তারিত তুলে ধরেন।


তিনি জানান, অটোরিকশা লুটের উদ্দেশ্যই চালক সোহেলকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে স্কচটেপ পেঁচিয়ে হত্যা করে ঘাতকরা। অটোরিকশাটিকে ছিনতাইয়ে বাধা দেয়ায় তাকে হত্যার পরেই তা লুট করে নিয়ে যায়।
পুলিশ সুপার জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে হত্যার সঙ্গে জড়িত সুজন মিয়া (৩৩) ও শফিকুল ইসলাম হীরাকে (৩৯) গ্রেফতার করা হয়। পরে অটোরিকশাটি কেনা-বেচার সঙ্গে জড়িত আরও তিনজন দুলাল (৪৫), আব্দুর রহিম মিয়া (৫৫) ও আবুল কাশেমকে (৪০) গ্রেফতার করা হয়। লুট হওয়া অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।
মোস্তফা কামাল রাশেদ জানান, আসামি সুজন ও শফিকুল ইসলাম হীরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে পাঁচজনই অটোরিকশা ছিনতাই ও কেনা-বেচা চক্রের সদস্য। তবে যাদের কাছ থেকে অটোরিকশা উদ্ধার করা হয়েছে তাদের সম্পৃক্ততার বিষয়ে আরও তদন্ত করে দেখা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available