পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: অবশেষে উচ্ছেদ করা হয়েছে খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। উচ্চ আদালতের আদেশে খুলনা জেলা পরিষদের জায়গায় নির্মিত দ্বিতল ভবনের দলীয় কার্যালয়টি ১৩ জানুয়ারি মঙ্গলবার বুল ডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে।

এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হাসান। এসময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মো. ফজলে রাব্বী ও ওসি তদন্ত ইদ্রিসুর রহমান উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, ১৯৮০ সালে পাইকগাছা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে খুলনা জেলা পরিষদের মালিকানাধীন জায়গা স্থাপন করা হয় মধুমিতা পার্ক। পার্কের অভ্যন্তরে জনগুরুত্বপূর্ণ মিষ্টি পুকুরের অবস্থান। যেখানকার পানি বিস্তীর্ণ এলাকাবাসীর সুপেয় পানির যোগান মেটায়। চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে পার্কটি দৃষ্টি নন্দন করা হয়।
এদিকে ২০০৪ সালে কতিপয় স্বার্থান্বেষীরা পার্কের জায়গা দখলে নিয়ে সেখানে পাকা স্থাপনা মার্কেট (বাণিজ্য বিপী) নির্মাণ করেন। যার প্রতিবাদে পার্ক সংরক্ষণ কমিটির পক্ষে ব্যাপক আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা হয়। একপর্যায়ে তারা ২০০৫ সালে উচ্চ আদালতে রিট পটিশন করেন। যার নং ৩৫৯০/০৫।
মহামান্য হাইকোর্ট অবৈধ নির্মাণ বন্ধের আদেশ দিলে তা কার্যকর না হওয়ায় পার্ক সংরক্ষণ কমিটির পক্ষে পরবর্তীতে মহামান্য হাইকোর্ট অব কন্টেম পিটিশন দাখিল করেন। যার নং ১০২/২২ কয়েক দফা শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট ২০ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দেন।
আদালতের আদেশে ২০২৩ সালের মে মাসে পার্কের ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হলেও সেখানে রয়ে যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দ্বিতল ভবনটি।
আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের এই ভবনটি নির্মাণ করেন আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক। তিনি তখন দশম সংসদের সাংসদ ছিলেন।
পরবর্তীতে একাদশ সংসদে আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু নির্বাচিত হয়ে দলীয় কার্যালয়ের সম্প্রসারণ করেন। জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীরা ৫ আগস্ট দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে। জুলাই গণঅভ্যুত্থানের পর হতে দলীয় এ কার্যালয়ে আওয়ামী লীগের কোন নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি।
অবশেষে মহামান্য হাইকোর্টের আদেশে খুলনা জেলা পরিষদের জায়গায় নির্মিত পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্পূর্ণ দ্বিতল ভবনটি ভেঙ্গে ফেলা হয়।
মঙ্গলবার সকাল থেকে দিনভর বুল ডোজার ও বেশ কয়েকজন শ্রমিক দিয়ে উচ্ছেদ করা হয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি। আদালতের আদেশে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান, জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হাসান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available