রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রান্নার জন্য প্রয়োজনীয় এলপিজি সিলিন্ডার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন এলাকায় এক সপ্তাহের বেশি সময় ধরে এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদা থাকলেও খুচরা দোকানগুলোতে সিলিন্ডার মিলছে না। কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ৮০০ টাকা বেশি দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।

স্থানীয়রা জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও অনেক সময় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। গ্যাস না থাকায় কেউ কেউ বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন। এতে অস্বাস্থ্যকর খাবার গ্রহণের পাশাপাশি দৈনন্দিন খরচ বেড়ে গেছে কয়েক গুণ।


রাঙ্গুনিয়া পৌর এলাকার বাসিন্দা মাহাবুব আলম বলেন, হঠাৎ করেই সিলিন্ডার শেষ হয়ে যায়। নিয়মিত যে দোকান থেকে গ্যাস নেওয়া হয়, সেখানে গেলে জানায়, সরবরাহ নেই। অন্য দোকানে খোঁজ নিয়ে জানা যায়, থাকলেও দাম অনেক বেশি। অতিরিক্ত টাকা দিয়ে কিনতে না পেরে রান্না বন্ধ রাখতে হয়েছে।
উপজেলার কয়েকজন খুচরা ব্যবসায়ী জানান, গত ৮-১০ দিন ধরে বিভিন্ন এলপিজি কোম্পানির ডিলাররা পর্যাপ্ত সিলিন্ডার সরবরাহ করছেন না। ফলে দোকানে খালি সিলিন্ডার থাকলেও ভরার মতো গ্যাস নেই। কেউ কেউ বড় দোকান বা আড়ত থেকে বেশি দামে এনে বিক্রি করছেন, তবে রসিদ না থাকায় অনেকেই বিক্রি বন্ধ রেখেছেন।
নেজাম উদ্দিন নামে এক ব্যবসায়ী বলেন, আগে প্রতিদিন নিয়মিত সিলিন্ডার বিক্রি হতো। এখন ডিলাররা গ্যাস দিচ্ছে না, আর দিলে দাম বেশি চাচ্ছে। ক্রেতারাও প্রশ্ন করে, আমরাও বিব্রত হচ্ছি।
এলপিজি সংকট ও অতিরিক্ত দামে বিক্রির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার করা এবং কৃত্রিম সংকট তৈরি করে যারা দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available