• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩২ রাত ১১:৪৩:১৫ (06-Jan-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:২৪:৪৫

কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

৫ জানুয়ারি সোমবার দুপুরে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর ইসলাম সুমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, ৪ জানুয়ারি রোববার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

এ সময় তাদের কাছ থেকে র‌্যাবের পোশাক, একটি ওয়াকিটকি, দুটি প্লাস্টিকের অস্ত্র ও কভার এবং একটি জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- আব্দুল হক স্বপন (৫৪), মো. আনোয়ার হোসেন (৫৬) ও আবুল কালাম আজাদ ওরফে উথান (৫৪)।

ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর ইসলাম সুমন জানান, ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। নতুন মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us