নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রবাহ সংসদের আয়োজনে মাসব্যাপী শীতবস্ত্র ও শিল্পপণ্য মেলা শুরু হয়েছে। যা ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

২ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় মেলার প্রবেশ টিকিট কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রবাহ সংসদের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।


হাট নওগাঁ স্কুল মাঠে আয়োজিত মেলায় ৫০টি স্টল বসেছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাহ সংসদের সভাপতি সাইদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সাম্মু, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং কার্যকরী কমিটির সদস্যরা। মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে নওগাঁ জেলা পুলিশ।
উদ্বোধন শেষে আলহাজ্ব জাহাঙ্গীর আলম মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় তিনি বিক্রেতাদের পণ্যের দাম ও মান বজায় রেখে গ্রাহকদের সেবা দেওয়ার আহ্বান জানান এবং সবাইকে মেলা পরিদর্শনের জন্য অনুরোধ করেন।
প্রবাহ সংসদের সভাপতি সাইদুল ইসলাম টিটু বলেন, ‘শীত মৌসুমে সাধারণ মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্র ও স্থানীয় শিল্পপণ্যের ন্যায্য বিপণনের সুযোগ তৈরির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কারিগররা তাদের তৈরি পণ্য সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিতে পারছেন।
তিনি আরও বলেন, আমরা আশা করি মেলায় আগত ব্যবসায়ীরা পণ্যের মান ও ন্যায্যমূল্য বজায় রাখবেন এবং ক্রেতারাও এখানে এসে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের পাশাপাশি আমাদের স্থানীয় শিল্পকে উৎসাহিত করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available