সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় সম্ভাবনাময় সাটুরিয়া শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
এ সময় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ইন্সপেক্টর তদন্ত রনজিৎ সাহা, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে বৃক্ষরোপণ ও বকুল চত্বরে শুভ উদ্বোধন করা হয় এবং উপজেলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থসহ টিন বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available