বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বড়াল নদীতে অবৈধভাবে দেওয়া বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
২৬ অক্টোবর রোববার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জামনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুশাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা একাধিক বাঁধ অপসারণ করা হয়। জব্দ করা বানা, বাঁশ ও খুঁটি স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বিধিমোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এতে মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচল বিঘ্নিত হয় এবং মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available