• ঢাকা
  • |
  • শনিবার ৩রা কার্তিক ১৪৩২ দুপুর ০২:৩৪:৫৫ (18-Oct-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে মাদরাসা ছাত্রীর ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ

১৮ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৬:৫৩

সংবাদ ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।

১৭ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার মৌচাক ও কালিয়াকৈর বাজার এলাকায় গ্রেফতার হওয়া দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

Ad
Ad

গ্রেফতাররা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মনোরা গ্রামের নিত্য চন্দ্র দাসের ছেলে জয় কুমার দাস (২০) ও একই গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে লোকনাথ চন্দ্র দাস (২১)।

Ad

মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি সোলাইমান হোসাইন। বক্তব্য রাখেন মাওলানা আকরাম হোসাইন নাইমি, মাওলানা সুলতান নাইম, মাওলানা মঘবুল হোসেন, মাওলানা আব্দুল আল মামুন, মাওলানা আনিসুর রহমান, তাহসিন আহমেদ, মাওলানা আবু বক্কর ও মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

একই সময় কালিয়াকৈর মডেল মসজিদের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে তৌহিদি জনতা। এতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ২০ আগস্ট জয় কুমার দাস প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ করে সহযোগী লোকনাথ চন্দ্র দাসের নবাবগঞ্জের ভাড়া বাসায় নিয়ে তিন দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে ২২ আগস্ট কিশোরীকে একটি বাসে তুলে বাড়ি পাঠানো হয়।

ঘটনার প্রায় দুই মাস পর, ১৫ অক্টোবর কিশোরীর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জয় কুমার ও লোকনাথ চন্দ্র দাসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

এই বিষয়ে কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা তদন্তাধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি দিবস পালন
১৮ অক্টোবর ২০২৫ দুপুর ০২:০৯:২৬




সংবাদ ছবি
নড়াইল-১ আসনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন যারা
১৮ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১৩:০৬



Follow Us