• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:২২ (17-Oct-2025)
  • - ৩৩° সে:

ফতুল্লায় জেলা যুবদলের উদ্যোগে খাল পরিষ্কার অভিযান

১৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৫০:২৬

সংবাদ ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার জেলা যুবদলের উদ্যোগে খাল পরিষ্কার অভিযান শুরু হয়েছে।

১৭ অক্টোবর শুক্রবার সকালে ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় ভেকুর মাধ্যমে ও বিডি ক্লিনের সহযোগিতায় কইল্লানি খাল পরিষ্কার অভিযানের উদ্ধোধন করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এ সময় ফতুল্লার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad

খালটিতে ময়লা ফেলা ও দূষণের কারণে সদর উপজেলা ফতুল্লার প্রায় ১৫-২০ লাখ মানুষের ভোগান্তি হচ্ছে।

Ad

উদ্বোধন পূর্বে গণমাধ্যমে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, জিয়াউর রহমান সর্বপ্রথম দেশের নতুন নতুন খাল খননের উদ্যোগ নিয়েছিল। আমরা সেই নীতি অবলম্বন করেই জেলার ঐতিহ্যবাহী খাল গুলে রক্ষায় মাঠে নেমেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যেখানে জন ভোগান্তি হবে তা সমাধানে বিএনপি কাজ করে যাবে। এই খাল পরিচ্ছন্ন তারেক রহমানের নির্দেশেরই একটি অংশ।

সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, এই খালটি রক্ষার ব্যবস্থা না নেওয়ায় সদর উপজেলা ও ফতুল্লার আশপাশের প্রায় ১৫-২০ লাখ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে গডফাদার শামীম ওসমান খালটি পরিষ্কার না করে এখানে ময়লার ভাগাড়ে পরিণত করেছিল। তারা বর্ষা আসলে পানিতে নেমে খেলা হবে বলে নাটক করতো। এখন আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে জনগণের দুর্ভোগ লাঘবে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করছি।

তিনি তথ্য দিয়ে বলেন, পরিচ্ছন্ন কর্মে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ বিডি ক্লিন নারায়ণগঞ্জ শাখা। ভেকু দিয়ে বিডি ক্লিনের সহযোগিতায় এই খাল পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত কাজ চলবে।

খাল পরিচ্ছন্ন প্রসঙ্গে বিডি ক্লিন নারায়ণগঞ্জ শাখার সমন্বয়ক কামরুজ্জামান রানা জানান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান খালটি পরিচ্ছন্নতায় আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা প্রায় সাড়ে ৪শ’ বিডি ক্লিনের কর্মী নিয়ে আজ এই খাল পরিচ্ছন্ন কর্মে অংশগ্রহণ করছি। যতদিন লাগবে আমরাই খালটির পরিচ্ছন্ন কাজ চালিয়ে যাব

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের প্রায় ৯২ কিলোমিটার খাল রয়েছে। এর মধ্যে ১৭ কিলোমিটার খাল দখল হয়ে গেছে। জেলা প্রশাসনের সূত্র অনুযায়ী নারায়ণগঞ্জের এখন ৬৭টি খালের অস্তিত্ব রয়েছে। এর মধ্যে, সাতটি খাল কেনা বেচা হয়ে গেছে, বাকি ৯টি খাল মৃত প্রায়। অন্যান্য খাল গুলো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে দখল করা হয়েছে। বর্তমানে বিভিন্ন খাল পুনরুদ্ধার ও পরিচ্ছন্ন কর্মে জেলা যুবদলের নেয়া উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
নেছারাবাদে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
১৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩০:৫১

সংবাদ ছবি
জুলাই সনদে স্বাক্ষর করেনি যে সব দল
১৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২১:০০

সংবাদ ছবি
বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস
১৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৫:০২

সংবাদ ছবি
সাদুল্লাপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার
১৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০৮:০৬




Follow Us