• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:৪৯ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

এইচএসসিতে ভর্তির পর সব ছাত্রীর বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি

১৭ অক্টোবর ২০২৫ সকাল ১০:১৮:৪৭

এইচএসসিতে ভর্তির পর সব ছাত্রীর বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি

পঞ্চগড় প্রতিনিধি: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পঞ্চগড় জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

Ad

১৬ অক্টোবর বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো হলো: বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ। প্রতিষ্ঠানগুলোর কোনোটিই এখনো এমপিওভুক্ত হয়নি।

Ad
Ad

খোঁজ নিয়ে জানা যায়, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ জন, আর আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ থেকে অংশ নেয় ৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ২ জন অনুপস্থিত ছিল।

মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মণ বলেন, ‘আমাদের কলেজ শাখা এমপিওভুক্ত হয়নি। কয়েক বছর ধরে নেই কোনো শিক্ষক। এজন্য একজন পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি।’

বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, ‘ভর্তি হওয়ার পরে সবার বিয়ে হয়ে গেছে, এ জন্য কেউ পাস করতে পারেনি।’

আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাসান আলী বলেন, ‘আমাদের কলেজের চারজনের মধ্যে দুজন পরীক্ষায় অংশ নিয়েছে। দুজনে পাস করার কথা ছিল। আমরা বোর্ড চ্যালেঞ্জ করব।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, যেসব প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি, তাদের শোকজ করা হবে। কেন এমন ফল হলো, তা খুঁজে বের করে ভবিষ্যতে কিভাবে উন্নতি আনা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:০০

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:৪৬




Follow Us