• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে আশ্বিন ১৪৩২ রাত ১০:২৯:৪৭ (11-Oct-2025)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির মশক নিধন কর্মসূচি

১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:১৮:৪০

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: ডেঙ্গু প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।

১০ অক্টোবর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া আইলপাড়া এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।

Ad
Ad

এসময় ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে মশার ঔষধ স্প্রে করা হয় এবং পাশাপাশি জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা ধানের শীষের পক্ষে প্রচারণা চালায়।

Ad

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বলেন, বর্তমানে বৃষ্টির মৌসম হওয়ায় ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে চারপাশে জমে থাকা পানি থেকে এডিস মশার জন্ম হয়। সেজন্য এলাকায় অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত। আমরা সাধ্যমতো এলাকায় মশা নিধনের জন্য ঔষধ ছিটাইতেছি। আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদেরকে এই মহামারি থেকে রক্ষা করে। আমাদের দলের নির্দেশনা জনগণের পাশে থাকা, সেই নির্দেশনা মোতাবেক ৬নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠন তিন ধরে বিভিন্ন পাড়া মহল্লায় ঔষধ ছিটাচ্ছি। পাশাপাশি জনসাধারণকে সচেতন করার জন্য কাজ করছি। আমাদের নেতা অধ্যাপক মামুন মাহমুদ আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। আগামী দিনগুলোতেও আমরা জনসাধারণের পাশে থাকব।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূইঁয়া, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সহ-সভাপতি ওয়াসিম আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা মামুন খন্দকার, সোনামিয়া বাজার বণিক সমিতির সহ-সভাপতি শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন, ৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি হানিফ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, বিএনপি নেতা রুহুল আমিন, যুবদল নেতা আলী হোসেন, আরমান, আসলাম, ওমর শরীফ, নাদিম, সেলিম, সাজ্জাদ, শ্রমিকদল নেতা মিলন, আলম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ২ দিন পেছাল
১১ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩০:৩৯

সংবাদ ছবি
চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েলের চেষ্টা চলছে
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৪১


সংবাদ ছবি
বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:০৬



সংবাদ ছবি
বন্দরে জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৪:২৪



সংবাদ ছবি
১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব
১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৭:৪০


Follow Us