• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৪:১০:৪৩ (07-Oct-2025)
  • - ৩৩° সে:

বেরোবির প্রথম সমাবর্তন ২০ ডিসেম্বর

৭ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৫৪:৩৬

সংবাদ ছবি

রংপুর প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Ad
Ad

৭ অক্টোবর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

Ad

উপাচার্য বলেন, “বেরোবির ইতিহাসে এটি হবে এক ঐতিহাসিক আয়োজন। দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।”

তিনি জানান, প্রথম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর আগে প্রধান অতিথি হিসেবে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নাম প্রস্তাব করা হলেও তিনি ব্যক্তিগত কারণে না আসার বিষয়টি জানিয়ে দেন। এতে কিছু সময়ের জন্য সমাবর্তন আয়োজন অনিশ্চয়তায় পড়েছিল। পরবর্তীতে নতুন প্রধান অতিথি নিশ্চিত হওয়ায় আয়োজনে নতুন গতি এসেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. ফেরদৌস রহমান এবং সমাবর্তন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. তাজুল ইসলাম।

উপাচার্য বলেন, “সমাবর্তনে বিভিন্ন বিভাগের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনের অর্জন উদ্‌যাপনে এটি হবে একটি স্মরণীয় দিন।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
পদার্থে নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী
৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০১:২৪








সংবাদ ছবি
বেরোবির প্রথম সমাবর্তন ২০ ডিসেম্বর
৭ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৫৪:৩৬



Follow Us