• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:২৪:৫৫ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে হামলা-ভাঙচুর

২৬ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৬:০০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়িতে মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে এবং পাহাড়ে জুম্ম নারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মহাসমাবেশ করেছে জুম্ম ছাত্র-জনতা। এ সময় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন তারা। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি টহল গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

২৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় সংগঠনটির আয়োজনে খাগড়াছড়ি সরকারি কলেজে বিক্ষোভকারীরা জমায়েত হন। পরে মিছি়ল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কোয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা, উক্যনু মারমা।

Ad
Ad

এ সময় বক্তারা বলেন, পাহাড়ে নারী ধর্ষণের বিচার না হওয়ার কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যায়। যার কারণে একই ঘটনা বারবার ঘটতে থাকে। তারা ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Ad

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ এনে বুধবার ভিকটিমের বাবা বাদী হয়ে অজ্ঞাত ৩ জনকে আসামি করে সদর থানায় এজাহার দায়ের করে এবং সেনবাহিনীর সহায়তায় ওই এলাকা থেকে চয়ন শীল নামে একজনকে আটক করে পুলিশ। আদালতের নির্দেশে আটক কিশোর বর্তমানে ৬ দিনের রিমান্ডে রয়েছে।

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণের অভিযোগে মামলা এবং এ ঘটনা কেন্দ্র করে তিন পার্বত্য জেলায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন ডাকসু কার্যনির্বাহী সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সর্ব মিত্র চাকমা। 

তিনি স্থানীয় জনগণকে আইনের প্রতি ভরসা রাখার অনুরোধ জানিয়ে বলেছেন, ‘ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতার দিকে ধাবিত না করে ধর্ষকদের আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দিকে নজর দিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:২৯


সংবাদ ছবি
বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:২৩


সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬
৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:০৬




Follow Us