• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:২৭:৩৩ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

২৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:০৯:৩২

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। 

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুস্থ সেবা সংস্থার উদ্যোগে এ উপকরণ বিতরণ করা হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সেবক মাসুদ হাসান তুহিন।

Ad

এসময় দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা পারভীন এর সভাপতিত্বে দুস্থ সেবা সংস্থার সদস্য ও সাবেক অধ্যক্ষ একেএম ওয়ালিউল ইসলাম বক্তব্য রাখেন। অন্য শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকপ্রাচীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৫ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ বিতরণ করা হয়। স্কুল ব্যাগ পেয়ে খুশি শিক্ষার্থীরা।

প্রধান অতিথি মাসুদ হাসান তুহিন বলেন- মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীরা ঝরে পড়া রোধ করতে শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছ। প্রাথমিক অবস্থা চারটি স্কুল দিয়ে শুরু করা হয়েছে। আগামীতে এর পরিসর আর বাড়ানো হবে। বাচ্চারা যেন ঝরে না যায় সেদিকে আমরা নজর দিবো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন- পৃথিবী এগিয়ে যাচ্ছে জ্ঞানে বিজ্ঞানে। মানুষ এখন স্বার্থপর হয়ে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষা থেকে দিক্ষা নিতে হবে। ভাল কিছু শিখতে হবে এবং বাচ্চাদের নৈতিকতা শিখাতে হবে। অন্তত ভাল মানুষ হতে হবে। মানুষ যদি গরীবও হয় তবে মানবিক হলেও সম্মানের। এজন্য সকলকে চেষ্টা করতে হবে। এই বাচ্চাদের ওপর আগামী বাংলাদেশ নির্ভর করছে। ধর্ম-বর্ণ যায় হোক না কেন সবাইকে সম্মান করতে হবে। সবাই নিজ নিজ ধর্ম পালন করবে। মানুষের পরিচয় তার আচরণ দিয়ে। আইনের শাষণ, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠা হোক। আগামী বাংলাদেশ হোক নিরাপদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:২৯


সংবাদ ছবি
বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:২৩


সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬
৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:০৬




Follow Us