• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই কার্তিক ১৪৩২ সকাল ১০:২২:২৩ (30-Oct-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় মাদক বিক্রির দায়ে দু'জনকে দুই মাসের কারাদণ্ড

২৩ জুন ২০২৫ সকাল ০৯:৫০:৫২

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদক বিক্রির দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। 

Ad

২২ জুন রোববার বিকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের চন্দ্রঘোনা লিচুবাগান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দণ্ড দেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে সহায়তা করেন।

Ad
Ad

দণ্ডপ্রাপ্তরা হলেন, চন্দ্রঘোনা হাফেজপাড়া এলাকার ইমান আলীর ছেলে আবদুল হালিম (৩২) ও মো. হিরা মিয়ার ছেলে মো. মানিক (১৯)।

Ad

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বালু মহাল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এসময় গোপন সংবাদে খবর পেয়ে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় মাদক বিক্রির দায়ে দু'জনকে ধরে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ইউএনও মো. কামরুল হাসান জানান, অভিযানকালে তাদের মাদক সেবন অবস্থায় এবং তাদের হাতে মাদকসহ পাওয়া যায়৷ পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের জেল দেয়া হয়েছে৷ জনস্বার্থে এবং মাদক নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি৷

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
'ফুটবল জাদুকর' ম্যারাডোনার জন্মদিন আজ
৩০ অক্টোবর ২০২৫ সকাল ০৯:১১:৪৮




Follow Us