• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই কার্তিক ১৪৩২ সকাল ১০:১৯:২৩ (21-Oct-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া যুবক ৫ দিন পর শরীয়তপুর থেকে উদ্ধার

১৬ মার্চ ২০২৫ সকাল ১১:৫২:৪১

সংবাদ ছবি

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থানা এলাকার ব্যাংক রোড থেকে নিখোঁজ যুবক সাইফুল ইসলাম ৫ দিন পর শরীয়তপুরের ভেদরগঞ্জে অচেতন অবস্থায় উদ্ধার হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাইফুল ইসলাম (৩১) সাতক্ষীরা কালিগঞ্জ থানার রহমতপুর গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সাত্তার সরদারের ছেলে।

Ad
Ad

১৫ মার্চ শনিবার আনুমানিক সকাল ১০টায় শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কাশিমপুর এলাকায় রাস্তার পাশে দোকানের বেঞ্চের উপর অচেতন অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তার সাথে থাকা মানিব্যাগ থেকে পরিচয় সনাক্ত করে তার পরিবারকে জানানো হয়।

Ad

পরিবার সূত্রে জানা যায়, ১০ মার্চ সোমবার নোয়াখালীর মাইজদী চৌমুহনী ব্যাংক রোড থেকে নিখোঁজ হন সাইফুল ইসলাম। সেখানে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভ হিসেবে কর্মরত ছিলেন। ওইদিন ফার্মেসি থেকে এক লক্ষ ষাট হাজার টাকা কালেকশন করে ফেরার পথে মাস্ক পরিহিত তিনজন লোক তাকে থামিয়ে অচেতন করে। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, এ বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সদরপুরের মমিন হোটেলকে ২ লক্ষ টাকা জরিমানা
২১ অক্টোবর ২০২৫ সকাল ০৯:২৮:৪৩


সংবাদ ছবি
বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ
২১ অক্টোবর ২০২৫ সকাল ০৯:১১:১১







Follow Us