• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ বিকাল ০৫:১৫:১২ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

মেডিকেলে সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত সাব্বিরের

২০ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:২০:০৮

মেডিকেলে সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত সাব্বিরের

বরিশাল প্রতিনিধি: দারিদ্রতা দমিয়ে রাখতে পারেনি বরিশালের উজিরপুরের রমজান খান সাব্বিরকে। ছোটবেলা থেকে অভাবের সাথে যুদ্ধ করে মেধা দিয়ে জয় করেছেন এবার মেডিকেলে ভর্তিও। কৃষক বাবার ছেলে সাব্বির মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে এখন বাঁধা হয়ে দাড়িয়েছে অর্থ। ভর্তির জন্য প্রয়োজনীয় ২০ হাজার টাকা সংগ্রহ করতে হিমশি খাচ্ছে তার বাবা।

Ad

উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পাশের দামোদরকাঠি গ্রামের কৃষক ফিরোজ খানের ছেলে সাব্বির।

Ad
Ad

শিক্ষার্থী সাব্বির জানান, ভর্তি পরীক্ষায় ৬৭.৭৫ নম্বর পেয়ে পটুয়াখালী মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন তিনি। বোনের উপহার পাওয়া ডিজিটাল শুমারী ট্যাব দিয়ে অনলাইনে পড়াশুনা করে একবারেই সুযোগ পেয়েছে মেডিকেলে।

সাব্বির আরও বলেন, কোন প্রাইভেট পড়ার মতো সুযোগ ছিলো না। মেডিকেলে ভর্তি পরীক্ষার কোন বইও কিনতে পারেননি। অনলাইন ও ইউটিউব থেকে টিউশন নিয়ে অংশ নিয়েছেন ভর্তি পরীক্ষায়।

নবম শ্রেণিতে যখন বিজ্ঞান বিষয় নেন তখন থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন জানিয়ে সাব্বির বলেন, বাবা সব সময় বলছেন যত কষ্ট হোক স্বপ্ন পূরণে সহায়তা করবেন। বাবার এ আশ্বাসে নিজের লক্ষ্য ঠিক করেন চিকিৎসক হবার স্বপ্ন বোনন করি সে থেকেই। সেই লক্ষ্য পূরণে উজিরপুরের এইচএম ইনষ্টিউট থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। পরে ভর্তি হই সরকারী গৌরনদী কলেজে। এইচএসসি পরীক্ষায়ও জিপিএ ৫ পেয়েছেন।

সাব্বিরের বাবা ফিরোজ খান জানান, আল্লাহর রহমতে সাব্বির পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কীভাবে এখন ছেলেকে ভর্তি করাবো আবার পরে পড়ালেখার খরচ বহন নিয়েও চিন্তায় রয়েছি। ঋন করে ভর্তি করানোর চেষ্টা করার কথা জানান তিনি।

সাব্বিরের মা সাহিদা বেগম জানান, স্বামী কৃষি কাজ করে। যখন টাকা থাকে তখন গামছা বিক্রির ব্যবসা করেন। এ দিয়ে চলতে কষ্ট হয়। ছেলেকে ২০ হাজার টাকা দিয়ে মেডিকেলে ভর্তি করা নিয়ে চিন্তায় আছি। সকলের কাছে দোয়াও চেয়েছেন সাব্বিরের মা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
নির্বাচনে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০৮:২১



কুমিল্লায় বাসচাপায় নিহত ২
কুমিল্লায় বাসচাপায় নিহত ২
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২৪:০৭

পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭
পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১২:৪২







Follow Us