• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৬:৩১ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

নৌকার এজেন্ট থাকাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর ধস্তাধস্তি, নিহত স্বামী

৭ জানুয়ারী ২০২৪ রাত ০৯:৪৭:০৫

নৌকার এজেন্ট থাকাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর ধস্তাধস্তি, নিহত স্বামী

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় স্ত্রী নৌকার এজেন্ট থাকাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে স্বামী আরিফ হোসেন (২৮) নিহত হয়। এ ঘটনায় আরিফের স্ত্রী রাহিমা বেগম, শাশুড়ি পারভীন বেগম ও শ্বশুর হানিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

Ad

৭ জানুয়ারি রোববার বিকেল ৪টার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  

Ad
Ad

নিহত আরিফ কাকচিড়া ইউনিয়নের কামারহাট এলাকার আমজাদ হোসেনের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন এবং শ্বশুর বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন।

এ বিষয়ে তার স্ত্রী রাহিমা বলেন, আমি পাথরঘাটা পৌরসভার সুবর্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে নৌকার এজেন্ট ছিলাম। আমার স্বামী ভোট দিয়ে আমাকে কেন্দ্র থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরে আমি কেন এজেন্ট ছিলাম এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হলে হঠাৎ মারা যান তিনি।

প্রতিবেশীরা জানান, দুপুরের দিকে হঠাৎ স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়। একপর্যায়ে নিহতের শ্বশুর ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ ও তার স্ত্রী পারভিনও‌ তর্কে লিপ্ত হয়। পরে উভয়ের মধ্যে ধস্তাধস্তিতে নিহত হয় আরিফ।

এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর-শাশুড়ি ও স্ত্রীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:০০

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:৪৬





Follow Us