• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:২৮:২০ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

মান্দায় ৩ মাদকসেবীর কারাদণ্ড

২৩ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:১৫:৫৩

মান্দায় ৩ মাদকসেবীর কারাদণ্ড

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদক সেবনের অভিযোগে ৩ মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৩ অক্টোবর সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জাকের ‍মুন্সি তাদের এ সাজা প্রদান করেন।

Ad

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার শামুকখোল গ্রামের গোলাম সরোয়ার ঝুন্টু (৩০) এবং বড়বেলালদহ গ্রামের নাজমুল ইসলাম (২৭)। তাদের দুজনকে ১ বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করে আদালত। অন্যদিকে মাদকসেবনের অভিযোগে চকরামাকান্ত গ্রামের সুজন হোসেনকে ১ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

Ad
Ad

এ বিষয়ে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক শাহিন শওকত জানান, মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসেবনের অভিযোগে ঝুন্টু, নাজমুল ও সুজন হোসেনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে জেল ও জরিমানা প্রদান করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭
পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১২:৪২











Follow Us