• ঢাকা
  • |
  • শনিবার ৮ই ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৪৮:৪৫ (23-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবগঞ্জে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ

২৫ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:২২:৪৭

সংবাদ ছবি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করে ভাগ্য বদলেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের ভাটরা গ্রামের বাছেদ মিয়ার। এক সময় অভাব অনটনের মধ্যে দিশেহারা এই কৃষক এক বিঘা জমিতে গড়ে তুলেছে ড্রাগন ফলের বাগান। বাগানের আয় থেকে মাত্র এক বছরে নিজে হয়েছেন সাবলম্বী, সৃষ্টি করেছেন কর্মসংস্থানেরও।

জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের স্বপ্নবাজ কৃষক বাছেদ মিয়া। অন্য ১০ জনের ড্রাগন ফলের চাষ দেখে এক বিঘা জমিতে গড়ে তুলেন ড্রাগন ফলের বাগান।

প্রথমে ১০ শতাংশ জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করলেও আস্তে আস্তে এক বিঘা জমির উপরে গড়ে তুলেছেন বিশাল ড্রাগন ফলের বাগান। এই এক বিঘা জমির উপরে রয়েছে দুই হাজার ড্রাগন ফলের গাছ। এক বছরেই ড্রাগন ফল বিক্রি করেছেন ১ লক্ষ ২০ হাজার টাকা।

বর্তমানে তার বাগানে দুলছে থোকায় থোকায় ড্রাগন ফল। ফলন ভাল হওয়ায় এবছরেও আশানুরুপ লাভের আশা করছেন তিনি। ভালো ফলন পাওয়ায় আশে পাশের বেকার যুবকরা ড্রাগন ফল চাষে আগ্রহ প্রকাশ করছেন।

এ বিষয়ে স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা আল মোজাহিদ সরকার জানান, এই উপজেলায় ২ হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ করা হয়েছে। চাষীদের আরও আগ্রহী করতে উপজেলা কৃষি অফিস থেকে দেয়া হবে সার্বিক সহযোগিতা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
২৩ আগস্ট ২০২৫ দুপুর ১২:৩৪:২১

সংবাদ ছবি
খুলনায় যুবদল নেতা‌কে জবাই করে হত্যা
২৩ আগস্ট ২০২৫ দুপুর ১২:২৪:৫০