কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জে নার্সিং পড়ুয়া শিক্ষার্থী নাসরিন নাহার শামিমার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
২৩ আগস্ট শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করে সাধারণ জনগন-শিক্ষার্থী-শামিমার সহপাঠিরা।
মানববন্ধন থেকে তারা অভিযোগ তুলেন- নার্সিং পড়ুয়া নাসরিন নাহার শামিমা আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে।
সহপাঠি মিতুল জানান, মৃত্যুর দিন সকালেও শামিমার সাথে কথা হয়। তার আচরণের মধ্যে এমন কোন কিছু সে দেখিনি যে আত্মহত্যা করতে পারে। তিনি বলেন, শামিমাকে পরিবার থেকে অত্যাচার করা হতো এমন কিছু অডিও ক্লিপ তারা পেয়েছেন যার প্রেক্ষিতে মনে হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে না।
শামিমার আরেক সহপাঠি আপন জানান, একটি চিরকুট দেখানো হয়েছে যা শামিমা আত্মহত্যার আগে লিখে গেছে। কিন্তু যে হাতের লেখার চিরকুট দেখানো হচ্ছে সেটা শামিমার না। শামিমার হাতের লেখার সাথে ওই হাতের লেখা কোনভাবেই মিলে না। এখানে কোন গড়মিল আছে বা ধামা-চাপা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২০ আগষ্ট বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের ওফদা সড়কে বসবাসকারী নার্সিং পড়ুয়া নাসরিন নাহার শামিমা গলাই ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এরপর তার সহপাঠি ও স্থানীয়রা সেখানে যান। তাদের সন্দেহ হয় শামিমা কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। এটি হত্যাকাণ্ড হতে পারে বলে তাদের ধারণা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available