বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য চালু হওয়া এক সময়ের বহুল আলোচিত স্বাস্থ্য সেবার ‘গরিবের অ্যাম্বুলেন্স’ প্রকল্প রক্ষণাবেক্ষণের অভাবে এখন সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। ব্যাটারি ও ইঞ্জিন অকেজো হয়ে মরিচা ধরেছে যানবাহনগুলোতে। ফলে উপজেলার পাঁচটি ইউনিয়নের তৃণমূলের মানুষ বঞ্চিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সংযোগী বাহন এই জরুরি স্বাস্থ্যসেবা থেকে।
২০১৮-১৯ অর্থবছরে স্থানীয় সরকারের উদ্যোগে এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র অর্থায়নে এই প্রকল্প চালু করা হয়েছিল। উপজেলার পাঁকা, জামনগর, বাগাতিপাড়া, ফাওয়াড়দিয়াড় ও দয়ারামপুর ইউনিয়নে মোট পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশাকে রোগী পরিবহনের উপযোগী করে রূপান্তর করা হয়।
তখন প্রতিটি গাড়ির খরচ হয়েছিল এক লাখ ৮৮ হাজার ৭৬৪ টাকা করে, মোট ব্যয় দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজার ৮২০ টাকা। চালুর পর শুরুতে ২৪ ঘণ্টার সেবা পেয়ে সুবিধাভোগীরা স্বস্তি পেলেও মাত্র দুই বছরের মাথায় ব্যাটারি ও যন্ত্রাংশ নষ্ট হয়ে যানবাহনগুলো একে একে অচল হয়ে যায়। বর্তমানে সেগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
জামনগর ইউনিয়নের ভিগরভাগ গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘গরিবের অ্যাম্বুলেন্স থাকায় আমরা আগে দিনে-রাতে খুব সহজে দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারতাম। এখন তা বন্ধ হয়ে যাওয়ায় মানুষ হসপিটালের অ্যাম্বুলেন্সের ওপর নির্ভরশীল। কিন্তু একটি অ্যাম্বুলেন্সে পুরো উপজেলা কাভার করা সম্ভব হয় না। ব্যক্তিগত গাড়ি সব সময় পাওয়া যায় না। আবার খরচও অনেক বেশি। ফলে এখন রোগীদের ভোগান্তি বেড়েছে।’
পাঁকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, প্রথম দিকে প্রকল্পে কিছু সাড়া পাওয়া গেলেও পরবর্তীতে আর কার্যকর ছিল না। এ প্রকল্প পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট নির্দেশনা বা গাইডলাইন না থাকায় সমস্যার সৃষ্টি হয় বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন জানান, আমি এ প্রকল্প সম্পর্কে অবগত নই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহলের মনে করেন, সুষ্ঠু পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্পটি ভেস্তে গেছে। এতে প্রায় সাড়ে ৯ লাখ টাকার সরকারি অর্থ অপচয় হওয়ার পাশাপাশি সেবা থেকে বঞ্চিত হচ্ছে দরিদ্র মানুষ। তবে, অচিরেই আবারও এই সেবা চালু হবে, এমন আশাবাদ তাদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available