কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর কচুয়া পৌরসভার বিভিন্ন এলাকায় খাল দখল ও ময়লায় ভরাট থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন না হওয়ায় প্রায়ই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই উপজেলা প্রশাসন ও কচুয়া পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে খাল পরিষ্কার কার্যক্রম।
২৩ আগস্ট শনিবার সকালে কচুয়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার খালের পরিষ্কার কাজের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কচুয়া উপজেলা নিবার্হী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী।
এসময় তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু জলাবদ্ধতা নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কচুয়া পৌরসভার কয়েকটি স্থানে ময়লা জমায় খাল দখল করেছে অনেকে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের উচ্ছেদ করা হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চলবে বলেও জানান নিবার্হী অফিসার।
খাল পরিষ্কার কার্যক্রমে আলোর মশাল, একতা বন্ধন যুব সংগঠনসহ কচুয়ার বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে।
এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম ও পৌরসভার সচিব ফখরুদ্দিন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available