রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ মোল্লাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোজাম্মেল প্যাদাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গ্রেফতার হওয়া মোজাম্মেল প্যাদা ওই ইউনিয়নের চরবেষ্টিন ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গলাচিপা পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে স্বামীর ওপর খুনের উদ্দেশ্যে হামলা ও মারধরের অভিযোগ এনে শিক্ষক আবু হানিফের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে গত ২৭ আগস্ট রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় মোজাম্মেল প্যাদাকে প্রধান আসামি করা হয়। এতে মোজাম্মেলসহ নামধারী ছয়জন এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, মামলার পর থেকে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। পরে গলাচিপা পৌরসভা এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোজাম্মেল প্যাদাকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন বাজার এলাকায় শিক্ষক আবু হানিফ মোল্লার ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available