• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই ভাদ্র ১৪৩২ রাত ০৮:৪৫:০৩ (29-Aug-2025)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য ও চিকিৎসা

এক সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

২৯ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১১:৫৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু এবং দুই হাজার ৫৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ২৩ আগস্ট ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং ২৪৭ জন হাসপাতালে, ২৪ আগস্ট একজনের মৃত্যু এবং ৪৩০ জন হাসপাতালে, ২৫ আগস্ট তিনজনের মৃত্যু এবং ৪১২ জন হাসপাতালে, ২৬ আগস্ট কারও মৃত্যু না হলেও ৪৭০ জন হাসপাতালে, ২৭ আগস্ট কারও মৃত্যু না হলেও ৪৩০ জন হাসপাতালে, ২৮ আগস্ট কারও মৃত্যু না হলেও ৪৩২ জন হাসপাতালে, ২৯ আগস্ট কারও মৃত্যু না হলেও ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৫৪১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ৯৯৬ জন। মারা গেছেন ১১৮ জন।

এ ছাড়া চলতি (আগস্ট) মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
এক সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু
২৯ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১১:৫৪




সংবাদ ছবি
বকশীগঞ্জে ইয়াবাসহ আটক ১
২৯ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১৪:৫৩