• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা ভাদ্র ১৪৩২ সকাল ১১:৫২:৫৬ (19-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরাণীগঞ্জে সৎ ছেলে হত্যা মামলার ঘটনায় বাবা গ্রেফতার

১৯ আগস্ট ২০২৫ সকাল ০৯:২২:৩৯

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরাণীগঞ্জে সৎ ছেলে হত্যা মামলার ঘটনায় জড়িত অভিযোগে বাবা আজহারুল সরদারকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ আগস্ট রোববার দিবাগত রাতে খুলনার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট মোড়ে অভিযান পরিচালনা করে আজহারুলকে গ্রেফতার করে র‍্যাব-১০ এর একটি দল।

র‌্যাব জানায়, স্ত্রী তফুরা খাতুন তালাক দেওয়ায় আক্রোশবশত ছেলেকে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেফতার আজহারুল সরদার।

১৮ আগস্ট সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এসব কথা বলেন।

তিনি বলেন, তফুরা খাতুনের প্রথম স্বামী খায়রুল সরদার মারা গেলে তিনি দুই বছর আগে আজহারুল সরদারকে বিয়ে করেন। তবে বিয়ের পর নির্যাতনের শিকার হয়ে তিনি আদালতের মাধ্যমে আজহারুলকে ৩/৪ মাস আগে তালাক দেন।

এরপর থেকে আজহারুল তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন। গত ১৪ আগস্ট সকাল ৯টায় ছেলে রাকিবুল প্রতিদিনের মতো কাজে বের হয়ে আর বাসায় ফেরেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ