রাজধানীর গুলশান কর্পোরেট ব্রাঞ্চে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মাস্টারকার্ড এবং দি ট্র্যাভেল গ্রুপের মধ্যে এক বিশেষ কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
চুক্তির আওতায় এখন থেকে দি ট্র্যাভেল গ্রুপ-টিটিজি এর গ্রাহকরা প্যাকেজ বা সেবা বুকিং করলে পাবেন এক্সক্লুসিভ ট্রাভেল প্রিপেইড কার্ড। এই কার্ড ব্যবহার করে বিশ্বের যেকোনো দেশে কেনাকাটা, হোটেল বুকিং এবং ভ্রমণ-সংশ্লিষ্ট অন্যান্য সেবা পাওয়া যাবে একেবারে সহজভাবে। তাছাড়া গ্রাহকরা পাবেন ২৪ ঘণ্টা ওভারসিজ সাপোর্ট সুবিধা।
অনুষ্ঠানে মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট – মি. সোহেল আলিম। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওইআরএম – মি. ইমরান আহমেদ; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার, কর্পোরেট ব্রাঞ্চ, গুলশান – মো. জালাল উদ্দিন প্রামাণিক; সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস ম্যানেজার – মি. গোলাম মৌলা এবং ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস ইন-চার্জ – ইঞ্জি. উজ্জ্বল কুমার পল।
দি ট্র্যাভেল গ্রুপ-টিটিজি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও – রুবেল আহমদ সামির, হেড অব অপারেশনস – সিফাত সোহেলি এবং ট্রাভেল কনসালট্যান্ট – জান্নাতি আক্তার নিশু।
দি ট্র্যাভেল গ্রুপ-টিটিজি একটি জনপ্রিয় ও সরকারি লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সি, যেখানে গ্রাহকরা দেশি-বিদেশি ট্যুর প্যাকেজ, টিকেটিং, হোটেল বুকিংসহ ভ্রমণ-সংশ্লিষ্ট সব ধরনের সেবা পান। নতুন এই
প্রিপেইড কার্ড ভ্রমণকারীদের জন্য সহজ, নিরাপদ ও আনন্দময় ভ্রমণের এক নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে আয়োজকরা আশাবাদী।
টিটিজি’র সিইও রুবেল আহমেদ সামির বলেন- দি ট্র্যাভেল গ্রুপ-টিটিজি বিগত ১০ বছর ধরে কর্পোরেট সেক্টর ও ভ্রমনপ্রেমীদের নির্ভরযোগ্য ট্র্যাভেল সার্ভিস প্রদান করে আসছে। আমাদের প্রতিষ্ঠান সরকার অনুমোদিত এবং আমরা ট্র্যাভেল ইন্ডাস্ট্রির প্রধান ট্রেড বডির সক্রিয় সদস্য—যেমন: আটাব, টোয়াব, বিডি-ইনবাউন্ড, ই-ক্যাব, ইটাব, বিটিইএ। আমরা দীর্ঘদিন ধরে আমাদের ক্লায়েন্টদের চাহিদা শুনে আসছি এবং সেই চাহিদার সমাধানের দিকে আজকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। আজকের দিনেই আমরা মাস্টারকার্ড ও ন্যাশনাল ব্যাংকের সঙ্গে যৌথভাবে ‘ট্র্যাভেল প্রিপেইড কার্ড’ চালুর চুক্তি সম্পন্ন করেছি। এটি ভ্রমণপ্রেমীদের জন্য অত্যন্ত কার্যকর হবে এবং বিদেশে কেনাকাটা বা যেকোনো পেমেন্টের সমস্যাগুলো দূর করবে। আমাদের লক্ষ্য হল, প্রতিটি ভ্রমণকে সহজ, নিরাপদ এবং আনন্দময় করা, যেখানে টিটিজি সবসময় বিশ্বাসযোগ্য ট্র্যাভেল পার্টনার হিসেবে থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available