স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে বয়কটের গুঞ্জন ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন এই বৈশ্বিক আসরে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা। গ্রুপ ‘এ’-তে থাকা পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে।

রোববার সকালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কোয়াডের নাম ঘোষণা করেন পিসিবির ডিরেক্টর (হাই পারফরম্যান্স) ও জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ।


এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আঘা এবং হোয়াইট-বল দলের প্রধান কোচ মাইক হেসন।
ঘোষিত স্কোয়াডে একাধিক চমক দেখা গেছে। প্রথমবারের মতো কোনো আইসিসি মেগা ইভেন্টে সুযোগ পেয়েছেন অধিনায়ক সালমান আঘা, ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক।
অন্যদিকে, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও ফখর জামানের মতো অভিজ্ঞ তারকারা দলে থাকায় শক্তির দিক থেকেও ভারসাম্য বজায় রেখেছে পাকিস্তান।
এছাড়া নাসিম শাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদের মতো ক্রিকেটাররা আগের বিশ্বকাপ অভিজ্ঞতা নিয়ে দলে বাড়তি গভীরতা যোগ করবেন।
এই ঘোষণার পাশাপাশি বিশ্বকাপ বয়কট নিয়ে জোরাল আলোচনা চলছে। নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচিতে থাকা ভারতের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানানো হলেও আইসিসি তা গ্রহণ করেনি।
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে, এমন গুঞ্জন এরই মধ্যে পাকিস্তানি সংবাদমাধ্যমে ছড়িয়েছে। জিও সুপার জানিয়েছিল, বাংলাদেশ বয়কট করলে পাকিস্তানও একই পথে হাঁটতে পারে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ প্রকাশ্যে বলেছেন, পাকিস্তানের এই টুর্নামেন্ট বয়কট করা উচিত।
এ বিষয়ে পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্টভাবে জানিয়েছেন, পিসিবি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বে বোর্ড যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তবে তিনি তার পূর্ণ সমর্থন দেবেন। টেলিকম এশিয়া স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, ‘বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে।
এখন দেখার বিষয়, পিসিবি কী সিদ্ধান্ত নেয়। এটি কঠিন সিদ্ধান্ত হলেও আমি এমন সিদ্ধান্তের পক্ষেই থাকব। মহসিন নাকভি ক্রিকেট বোঝেন এবং সব দিক সম্পর্কে ভালো ধারণা রাখেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই সঠিক হবে।’
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। এবারের আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। এদিকে বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান দল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি।
পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড :
সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available