স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চোটের কারণে চলমান অ্যাশেজ সিরিজের বাকি অংশ মিস করা জোফরা আর্চারকে দলে রেখেছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক আসরের জন্য প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পেসার জশ টাং।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে বাম পাশের পেশিতে চোট পান আর্চার। এর ফলে মেলবোর্ন ও সিডনিতে শেষ দুই টেস্টে খেলতে পারেননি ৩০ বছর বয়সী এই পেসার। জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে সাদা বলের সিরিজেও থাকছেন না তিনি। পুনর্বাসন প্রক্রিয়া শেষে সরাসরি বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেবেন আর্চার।


অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন নটিংহ্যামশায়ারের জশ টাং। দুই টেস্টে ১২ উইকেট নেওয়ার পাশাপাশি মেলবোর্ন টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। দীর্ঘ ১৮ ম্যাচ পর অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন টাং। গত মৌসুমে দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে ১৪ উইকেট নিয়ে শীর্ষ উইকেটশিকারি ছিলেন এই পেসার।
টাংয়ের অন্তর্ভুক্তির ফলে বিশ্বকাপ দলে জায়গা হয়নি ব্রাইডন কার্সের। তবে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আর্চারের বিকল্প হিসেবে দলে থাকছেন তিনি। ভাঙা আঙুলের কারণে নিউজিল্যান্ড সফর মিস করা অলরাউন্ডার উইল জ্যাকস ফিরেছেন স্কোয়াডে। তবে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপ—দুটিতেই জায়গা হয়নি জেমি স্মিথের।
দ্য হান্ড্রেডের সেরা ব্যাটার জর্ডান কক্স ও পেসার সনি বেকারও বিশ্বকাপ দলে জায়গা পাননি। অলরাউন্ডার স্যাম কারেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে দলে। স্পিন বিভাগে আদিল রশিদের সঙ্গে রয়েছেন লিয়াম ডউসন ও রেহান আহমেদ।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই প্রথমবার কোনো বৈশ্বিক টুর্নামেন্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। চলতি বছরের শুরুতে হতাশাজনক চ্যাম্পিয়ন্স ট্রফির পর জস বাটলারের কাছ থেকে অধিনায়কত্ব পান তিনি।
২০১০ ও ২০২২ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড সর্বশেষ আসরে সেমিফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে বিদায় নেয়। এবারের বিশ্বকাপে আগামী ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ইংল্যান্ড। এরপর ১১, ১৪ ও ১৬ ফেব্রুয়ারি যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও ইতালির মুখোমুখি হবে তারা।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড।
শ্রীলঙ্কা সিরিজের জন্য ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড।
শ্রীলঙ্কা সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, লুক উড।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available