• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ দুপুর ০১:১৪:১৬ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

কৃষি অর্থায়ন সহজ করতে উইগ্রো ও গ্রামীণ ব্যাংকের চুক্তি স্বাক্ষর

২২ জানুয়ারী ২০২৬ সকাল ১১:২৬:০০

কৃষি অর্থায়ন সহজ করতে উইগ্রো ও গ্রামীণ ব্যাংকের চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক: বাংলাদেশের কৃষিখাতে প্রাতিষ্ঠানিক অর্থায়নজনিত কার্যক্রম বাড়াতে উইগ্রো টেকনোলজিস লিমিটেড ও গ্রামীণ ব্যাংক এর মধ্যে একটি অংশীদারত্বভিত্তিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য সময়োপযোগী, স্বচ্ছ ও সাশ্রয়ী কৃষিঋণ নিশ্চিত করার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে।

Ad

দেশের মোট কর্মসংস্থানের একটি বড় অংশ কৃষিখাতের ওপর নির্ভরশীল হলেও অধিকাংশ কৃষক এখনও প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার বাইরে রয়ে গেছেন। পর্যাপ্ত আর্থিক তথ্যের অভাব, ক্রেডিট ইতিহাস না থাকা, জমি ও উৎপাদনসংক্রান্ত তথ্যের অপর্যাপ্ততা এবং মৌসুমভিত্তিক আয়ের অনিশ্চয়তার কারণে অনেকসময় ব্যাংক থেকে ঋণ পাওয়া কৃষকদের জন্য কঠিন হয়ে পড়ে। ফলে অনেক ক্ষেত্রেই তারা উচ্চ সুদে অনানুষ্ঠানিক উৎসের ওপর নির্ভর করতে বাধ্য হন, যা দীর্ঘমেয়াদে তাদের উৎপাদন ও আয়ের সক্ষমতা কমিয়ে দেয়।

Ad
Ad

এই বাস্তবতায় উইগ্রো ও গ্রামীণ ব্যাংকের অংশীদারত্ব কৃষিঋণে একটি কাঠামোগত সমাধান আনতে চায়। গ্রামীণ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের দীর্ঘ অভিজ্ঞতা এবং উইগ্রোর প্রযুক্তিনির্ভর এগ্রি-ফিনটেক প্ল্যাটফর্ম একসঙ্গে কাজ করে কৃষকদের আর্থিক প্রোফাইলিং, প্রজেক্টভিত্তিক ঋণ মূল্যায়ন এবং ঋণ ব্যবস্থাপনা সহজ করবে।

২০২১ সালে প্রতিষ্ঠিত উইগ্রো প্রযুক্তিনির্ভর একটি এগ্রি-ফিনটেক প্রতিষ্ঠান, যা কৃষকদের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান, মানসম্মত কৃষি উপকরণ এবং বাজার সংযোগের সেতুবন্ধন তৈরি করছে। দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে হাজারো কৃষককে অর্থায়ন ও বাজার সুবিধার আওতায় এনেছে। তথ্যভিত্তিক ঝুঁকি মূল্যায়ন ও মাঠপর্যায়ের যাচাই ব্যবস্থার মাধ্যমে উইগ্রো কৃষক ও ঋণদাতাদের মধ্যকার তথ্যগত ব্যবধান কমাতে কাজ করছে।

এই অংশীদারত্বের আওতায় উইগ্রোর প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত যোগ্য কৃষকদের জন্য গ্রামীণ ব্যাংক ঋণ সুবিধা প্রদান করবে। একই সঙ্গে উইগ্রো কৃষক নির্বাচন, তদারকি এবং ঋণ বিতরণের পরবর্তী সহায়তা নিশ্চিত করবে, যাতে অর্থের সঠিক ব্যবহার ও সময়মতো পরিশোধ সম্ভব হয়।

বিশেষজ্ঞদের মতে, কৃষিখাতে টেকসই উন্নয়নের জন্য ব্যাংক ও প্রযুক্তিনির্ভর কৃষি প্ল্যাটফর্মের এমন সহযোগিতা সময়োপযোগী। এতে একদিকে যেমন কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়বে, অন্যদিকে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে।

উইগ্রো ও গ্রামীণ ব্যাংক মনে করে, এই উদ্যোগ দেশের খাদ্যনিরাপত্তা জোরদার, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু ঝুঁকি ও উৎপাদন ব্যয় বাড়তে থাকা এই সময়ে কৃষকদের জন্য নির্ভরযোগ্য অর্থায়ন নিশ্চিত করাই এই অংশীদারত্বের মূল লক্ষ্য।

এই প্রসঙ্গে WeGro-এর CEO & co-founder মো. মাহমুদুর রহমান বলেন, ‘কৃষিখাতে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে Grameen Bank-এর সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। প্রযুক্তিনির্ভর কৃষক প্রোফাইলিং ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের সমন্বয়ে আমরা কৃষকদের জন্য সময়োপযোগী ও সাশ্রয়ী ঋণ নিশ্চিত করতে চাই, যা টেকসই কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান
বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান
২২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩৭:৪৬


Follow Us