নিউজ ডেস্ক: পুলিশ কর্মকর্তা মামুন হত্যাকাণ্ডের আসামি ও দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আরাভ খানকে ফিরিয়ে আনা অসম্ভব নয়।
১০ মে বুধবার দুপুরে মিরপুর পুলিশ স্টাফ কলেজের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, অসম্ভব বলে কিছু নেই। বাংলাদেশ পারে না এমন কিছু নেই।
রবিউল ইসলাম ওরফে আরাভ খান পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলায় পলাতক আসামি। বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। ৯ মে মঙ্গলবার অস্ত্র আইনে দায়ের করা ১ টি মামলায় রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুর্শিদ আহাম্মদের আদালত এ রায় ঘোষণা করে।
অভিযোগে সুত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আরাভ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায়ের উদ্দেশ্যে শ্বশুরের মগবাজারের বাসায় যান। এসময় গুলিভর্তি একটি রিভলবারসহ শ্বশুরের বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবির উপ-পরিদর্শক সুজন কুমার কুণ্ডু। এ ঘটনায় তার বিরুদ্ধে রমনা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে আরাভ খান ওরফে রবিউল ইসলাম আপনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৫ সালের ১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক শেখ হাসান মো. মোস্তফা সারোয়ার।
একই বছর ১০ মে আদালত রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। ২০১৮ সালের ১৪ মার্চ এ মামলায় জামিন পান রবিউল। জামিনে নিয়ে দেশ থেকে পালিয়ে প্রথমে ভারত এবং পরে সেখান থেকে দুবাই চলে যান আরাভ। মামলায় পলাতক থাকার কারনে একই বছড় ২৪ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। চলতি বছর ২৩ মার্চ ইন্টারপোলের ওয়েবসাইটে ৬৩ তম বাংলাদেশি হিসেবে রেড নোটিশ তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2023, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available