• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১১:২২:৪৫ (04-Dec-2025)
  • - ৩৩° সে:

শাহবাগে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

১২ জুলাই ২০২৪ বিকাল ০৫:৫৩:১৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে পুলিশের হামলা ও বাধার প্রতিবাদে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা।

Ad

১২ জুলাই শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন কয়েক হাজার শিক্ষার্থী। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে যায়।

Ad
Ad

এর আগে বৃহস্পতিবার বিকেলে দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনের বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কয়েকটি জায়গায় হামলার শিকারও হন তারা। তবে শাহবাগ মোড়ে ব্যারিকেডে আন্দোলনকারীদের বাধা দেয়ার চেষ্টা করে পুলিশ।

কিন্তু ব্যারিকেড ভেঙে পুলিশ সদস্যদের ঠেলে শাহবাগ মোড় ও মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নেন শিক্ষার্থীরা। পিছু হটতে বাধ্য হন পুলিশ সদস্যরা। এ সময় কিছু শিক্ষার্থীকে পুলিশের সাঁজোয়া যানের ওপর উঠে উল্লাস করতে দেখা যায়। বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০০:৫৯








Follow Us