নিউজ ডেস্ক: বন্দুকধারীদের অতর্কিত হামলায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের তারি মংগল গভর্নমেন্ট স্কুলের ৭ জন শিক্ষক নিহত হয়েছেন। এ হামলার আগে পৃথক আরেকটি হামলায় অন্য আরেকজন শিক্ষককে গুলি করে হত্যা করা হয়।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ৪ মে বৃহস্পতিবার আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর-পশ্চিমের কুররাম জেলার স্কুলটিতে স্টাফরুমে ঢুকে শিক্ষকদের ওপর গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। শিক্ষকরা যখন স্টাফরুমে প্রদেশটি জুড়ে শুরু হওয়া নিম্ন মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন তখন এই হামলা চালানো হয়।
নিহত ৭ শিক্ষক সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য ছিলেন। এ ঘটনার একদিন আগে ৩ মে পৃথক আরেকটি হামলায় রাস্তায় গুলিবিদ্ধ হন আরেকজন শিক্ষক।
এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তীব্র নিন্দা জানিয়ে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
হামলার পর পুলিশ কর্মকর্তা আব্বাস আলী বলেন, আমরা সব দিক খতিয়ে দেখছি, এখনও আমরা নিশ্চিত নই কে বা কারা শিক্ষকদের হত্যা করেছে।
শিক্ষক হত্যার একদিন আগে এ অঞ্চলে জঙ্গিদের সাথে বন্দুকযুদ্ধে ৬ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে কয়েকগুন। এ নিয়ে এক ধরণের চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2023, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available