• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ রাত ১২:২৩:৫১ (01-Dec-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ রাত ১২:২৩:৫১ (01-Dec-2023)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

১৮ নভেম্বর ২০২৩ সকাল ০৮:২৬:৫৪

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: গত দেড় মাস ধরে চলা ইসরাইলি লাগাতার হামলায় গাজায় নিহতরে সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। এই সময়ে ইসরাইলি বাহিনী গাজায় প্রায় ১৩শ’ গণহত্যা চালিয়েছে। ১৭ নভেম্বর শুক্রবার গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এই সময়ের মধ্যে ইসরাইলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৩০ হাজার মানুষ।

হামাস নিয়ন্ত্রিত গাজার জনসংযোগ বিভাগ বিবৃতিতে নিহতের সংখ্যা ১২ ছাড়িয়েছে উল্লেখ করে বলা হয়েছে, ‘নিহতদের মধ্যে ৫ হাজারের বেশি শিশু এবং ৩ হাজার ৩০০ নারী। এ ছাড়া ইসরাইলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৩০ হাজার।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এখন পর্যন্ত ৩ হাজার ৭৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে আবার ১ হাজার ৮ শতাধিক শিশু।’

গাজার জনসংযোগ অফিস জানিয়েছে, ‘ইসরাইলি দখলদার বাহিনী অন্তত ১ হাজার ২৭০টি গণহত্যা চালিয়েছে। ইসরাইলি বাহিনী ২০০ চিকিৎসাকর্মী, ২২ জন সিভিল ডিফেন্স সদস্য এবং ৫১ জন সাংবাদিককে হত্যা করেছে।’ এ ছাড়া ইসরাইলি হামলায় গাজার ২৫টি হাসপাতাল, ৫২ টি বিভিন্ন স্তরের চিকিৎসা সেবা কেন্দ্র কার্যক্রম চালানোর অনুপযোগী হয়ে গেছে। এর বাইরে ৫৫টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: এএফপি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ১
৩০ নভেম্বর ২০২৩ রাত ০৯:০৮:০৭

ঝিকরগাছায় পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক
৩০ নভেম্বর ২০২৩ রাত ০৯:০৫:২২