• ঢাকা
  • |
  • বুধবার ৮ই মাঘ ১৪৩২ রাত ১০:০৪:২১ (21-Jan-2026)
  • - ৩৩° সে:

কাদিয়ানীদের সালনা জলসা বন্ধের দাবিতে পঞ্চগড়ে খতমে নবুয়তের সমাবেশ

১৯ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:১৪:৩৩

কাদিয়ানীদের সালনা জলসা বন্ধের দাবিতে পঞ্চগড়ে খতমে নবুয়তের সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি: কাদিয়ানীদের সালনা জলসা বন্ধের দাবিতে পঞ্চগড়ে সমাবেশ করেছে খতমে নবুয়ত। ১৮ জানুয়ারি শনিবার শেরেবাংলা পার্কের মুক্তমঞ্চে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

Ad

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের সভাপতি, অধ্যাপক মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন আন্তর্জাতিক মজলিশে তাহফুজে খতমে নবুওয়ত এর যুগ্ম মহাসচিব এনামুল হক, উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা মাহমুদুল আলম, মাওলানা মুফতি আনম আব্দুল করিম, মাওলানা তছলিম উদ্দিন, মহাসচিব ক্বারি মো. আব্দুল্লাহ, সহ-সভাপতি আব্দুল হাই, মুফতি আব্দুল বারী, সহকারী মহাসচিব হাফেজ ফারুক হোসাইন, হাফেজ আবু শাহিন, প্রচার সচিব হাফেজ মীর মোর্শেদ তুহিন, দপ্তর সচিব নুর আলম, সমাজ কল্যাণ সচিব মাওলানা সৈয়দ মোহাম্মদ সুলতান মাহমুদ।

Ad
Ad

সমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবি জানিয়ে বলেন, কাদিয়ানীরা অমুসলিম ও তারা কাফের। এই কাদিয়ানীরা প্রশাসনের সহযোগিতা নিয়ে ২০২৩ সালে সমাবেশ করেছিল। সে সমাবেশ বন্ধ করার জন্য মুসলমানরা বিক্ষোভ করার কারণে প্রশাসন কাদিয়ানীদের পক্ষ নিয়ে মুসলমানদের উপর একাধিক মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি করে। সে মামলায় তাদেরকে নির্বিচারে আটক করে।

তারা আরও বলেন, গতবারের ন্যায় এবারও যদি প্রশাসন তাদের সালানা জলসা করার অনুমতি দেয় তাহলে পঞ্চগড়ের সাধারণ মানুষ ঘরে বসে থাকবে না।

বক্তারা বলেন, আমরা জেনেছি কাদিয়ানীরা এবারও তাদের সালানা জলসার সমাবেশ করার চেষ্টা করছে। আহমদীয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানী সম্প্রদায় মুসলমানদের পরিচয় বহন করে তারা কুফরি মতবাদ প্রচার করে, মুসলমাদের ঈমান ধ্বংস করছে। আশা করছি, প্রশাসন এবার তাদের সমাবেশ করার অনুমতি দেবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
২১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১২:৩৮





নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
২১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:১৩


ঢাকা রেলওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার-৪
ঢাকা রেলওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার-৪
২১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২২




Follow Us