• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০২:০৯:৩৬ (10-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০২:০৯:৩৬ (10-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবপুর পৌরসভায় আরিফাকে টাকা না দিলে হয় না জন্মনিবন্ধন

৬ জুলাই ২০২৪ সকাল ০৯:১৫:২১

শিবপুর পৌরসভায় আরিফাকে টাকা না দিলে হয় না জন্মনিবন্ধন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী শিবপুর পৌরসভা কার্যালয়ে সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এখানের অফিস সহায়ক আরিফা সুলতানার কাছে প্রতিদিনই মানুষজন নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্ম নিবন্ধন ও সংশোধন করাতে গেলে ২ হাজার থেকে শুরু করে ৮ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন তিনি। অভিযোগ আছে, যেকোনো ব্যক্তি একাধিক জন্ম নিবন্ধন করতে পারছেন টাকার বিনিময়ে।

সরকার নির্ধারিত জন্ম বা মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে ০ থেকে ৪৫ দিন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে, ৪৫ দিন হতে ৫ বছর পর্যন্ত ফি ২৫ টাকা। জন্ম বা মৃত্যুর ৫ বছর পর জন্ম বা মৃত্যুর সনদ ৫০ টাকা, জন্মতারিখ সংশোধনের আবেদন ফি ১০০ টাকা। জন্মতারিখ ব্যতীত নাম, পিতা- মাতার নাম, ঠিকানা ইত্যাদি সংশোধনে ৫০ টাকা। বাংলা ও ইংরেজি ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের কপি সরবরাহ বিনা ফিসে। বাংলা ও ইংরেজি ভাষায় সনদের নকল সরবরাহ ৫০ টাকা ধার্য করা রয়েছে। সরকারিভাবে এসব কিছুর ফি নির্ধারণ করে দেওয়ার পরও শিবপুর পৌরসভার কার্যালয়ে বিভিন্ন সমস্যা দেখিয়ে নেয়া হচ্ছে অতিরিক্ত টাকা। আর কেউ বাড়তি টাকা না দিয়ে প্রতিবাদ করলে বিভিন্ন কৌশলে মাসের পর মাস সেবাপ্রার্থীদের হয়রানি করে থাকেন আরিফা সুলতানা।

শিবপুর বাসস্ট্যান্ড এলাকার এক সেবাগ্রহীতা তারিকুল ইসলাম বলেন, ‘জন্মনিবন্ধন করার কাজে আরিফা সুলতানা বিভিন্ন অজুহাতে হাজার হাজার টাকা কামিয়ে নিচ্ছেন। সরকার নির্ধারিত ফি থেকে কয়েকশ’ গুণ বেশি টাকা নিচ্ছেন উনি। পৌরসভা কার্যালয়ে একটি সিন্ডিকেট করে দীর্ঘদিন যাবত এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জন্মনিবন্ধন সমস্যা ও তৈরি, বয়স এবং তারিখ, নাম পরিবর্তনসহ যেকোনো সংশোধনের ক্ষেত্রে উনি নিচ্ছেন ২ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। যদি উনার মর্জি মতো না হয় তাহলে মাসের পর মাস ঘুরতে হচ্ছে।’

শিবপুর বাসস্ট্যান্ডের এক দরিদ্র রিকশাচালক মুসা মিয়া তার মেয়ের জন্মনিবন্ধন করাতে এসে বলেন, ‘জন্মনিবন্ধন ঠিক করাতে গেলে ৩ হাজার টাকা চেয়েছে। এত টাকা আমরা দেব কোথা থেকে, আমরা গরিব মানুষ। রিকশা চালিয়ে খাই, জমি-জায়গা নেই। সরকারের কাছে আমাদের দাবি, আগে যেভাবে ৫০ টাকা করে নিতো সেইভাবে নিক।’

অভিযুক্ত নরসিংদী শিবপুর উপজেলা পৌরসভা কার্যালয়ে অফিস সহায়ক আরিফা সুলতানা বলেন, ‘আমার বিষয়ে সব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এরকম কোনো কিছু আমি করি না। আমি এই বিষয়ে কিছু জানি না।’

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সজিব বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কিছু জানি না। তবে খোঁজ নিচ্ছি।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মিরপুরে পৃথক অভিযানে গ্রেফতার ৮
৯ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫১:০৪


কুষ্টিয়ায় বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু
৯ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩২:৩১