• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ ভোর ০৪:৩৩:৩৩ (11-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ ভোর ০৪:৩৩:৩৩ (11-Jun-2023)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে নাজমুল-তুর্জয়

২২শে মে ২০২৩ সন্ধ্যা ০৬:৪৭:৫৪

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে নাজমুল-তুর্জয়

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিমস বিভাগের ১৪ ব্যাচের  শিক্ষার্থী নাজমুল ইসলাম। সাধারণ সম্পাদক  হয়েছেন একই ব্যাচের আইসিই বিভাগের তুর্জয় চৌধুরি।

সোমবার ২২ মে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, ২১ মে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ইফতিয়া জাহিন রাইদাহ নতুন কমিটি ঘোষণা করেন।

বিদায়ী কমিটির সদস্য মোঃ মুবদী ইসলাম ও সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার ফাতিমা জান্নাত রিন্তির সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি মডারেট ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমি। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

২১ সদস্যবিশিষ্ট নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি (প্রশাসন) পদে মাহমুদুল হাসান লোমান (পরিবেশবিজ্ঞান ১৪ তম ব্যাচ), সহ-সভাপতি (বিতর্ক বাংলা) পদে  তাসনিম তাবাসসুম আরিণ (শিক্ষা ১৪তম ব্যাচ),  সহ-সভাপতি (বিতর্ক ইংরেজি) পদে  খাইরুন নাহার মুন্নী ( আইসিই ১৪ তম ব্যাচ)।

এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন-  যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন)  পদে মোঃফাহাদ হোসেন (অর্থনীতি ১৫ তম ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক বাংলা) পদে  অয়ন ভৌমিক (ফার্মেসি ১৫ তম ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক ইংরেজি) পদে পুজা ধর ( সি এস টি ই ১৫ তম ব্যাচ), কোষাধ্যক্ষ পদে ফাতিমা জান্নাত রিন্তি (বিএমএস ১৫ তম ব্যাচ),দপ্তর সম্পাদক পদে   সাবিকুন নাহার তাহা (ফার্মেসি ১৫ তম ব্যাচ),  সাংগঠনিক সম্পাদক পদে  মোঃ মুবদী ইসলাম (আইন ১৫ তম ব্যাচ),  প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে  সিরাজুম মুনিরা (আইন ১৫ তম ব্যাচ,  বিতর্ক ও বিতর্ক   সম্পাদক পদে  আহমদ আরাফাত রিজভী (এসিসিই ১৫ তম ব্যাচ) এবং সদস্য সম্পাদক পদে মোঃ তুফাজ্জুল হক ( ডিবিএ ১৫ তম ব্যাচ)।

কমিটির বাকি সদস্যবৃন্দ হলেন-  অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক পদে মিনহাজুল আবেদীন ( ফলিত গণিত ১৬ তম ব্যাচ),  স্কুল ও কলেজ বিতর্ক সম্পাদক পদে শামস উদ্দিন চৌধুরী (অর্থনীতি ১৬ তম ব্যাচ) এবং সিনিয়র সহযোগী সদস্য  পদে  ফারিয়া নওশীন তিশা (ফার্মেসি ১৬ তম ব্যাচ), নুসাইবা চৌধুরী ইলা (আইন ১৬ তম ব্যাচ), সায়মা আহমেদ চৌধুরী (আইন ১৬ তম ব্যাচ), জয় কুমার শর্মা (আই সি ই ১৬ তম ব্যাচ) ও নাঈম উদ্দীন রাফি ( ডিবিএ ১৬ তম ব্যাচ)।

এছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টামন্ডলীর দায়িত্ব পালন করবেন বিদায়ী কমিটির সভাপতি ইফতিয়া জাহিন রাইদাহ ও সাধারণ সম্পাদক মোঃ রাফি উল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টঙ্গীতে যুবকের মরদেহ উদ্ধার
১০ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:২১







রংপুরে যুবলীগের ছাতা ও পানি বিতরণ
১০ই জুন ২০২৩ বিকাল ০৫:৪৫:৪৯









ASIAN TV